দামুড়হুদা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : গাঁজাসহ লাল্টু আটক!
- আপলোড টাইম : ০৪:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
- / ৩৭৯ বার পড়া হয়েছে
দামুড়হুদা অফিস: দামুড়হুদা দশমীপাড়ার গাঁজা ব্যবসায়ী লাল্টু (৪৫)কে তার নিজ বাড়ি থেকে ৩৫পুরিয়া গাজাসহ আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। থানা সুত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী আভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী লাল্টুর নিজ বসত বাড়ী থেকে থানা পুলিশের এএসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে গাজাসহ তাকে আটক করতে সক্ষম হন। গতকাল শনিবার দুপুরে গাজা ব্যবসায়ী লাল্টুকে মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালত প্রেরণ করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্ততে থানা পুলিশের এএসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা দশমী পাড়ায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় পুলিশ গাঁজা ব্যবসায়ী মৃত-হাজারী মন্ডলের ছেলে লাল্টু(৪৫) কে ৩৫পুরিয়া গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।