চাষীদের নিয়ে কনিকা সিডস কোম্পানীর : বার্ষিক শিক্ষা সফর ও প্রীতিভোজ
- আপলোড টাইম : ০৪:৩৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
- / ৩৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রদিবেদক: কনিকা সিডস কোম্পানী প্রাইভেট লিমিটেডের বার্ষিক শিক্ষা সফর-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় কৃষক ও কনিকা সিডস এর কর্মকর্তাদের নিয়ে চুয়াডাঙ্গা ডিসি ইকোপার্কে শিক্ষা সফর ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অত্র কোম্পানির এমডি নূর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পতœী, দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমানউল্লাহ আমান, সাহিত্য পাতা সমন্বয়ক হারুন উর রশিদ। এছাড়া অত্র প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) আব্দুল আল মামুন, প্রডাকশন ইনচার্জ নাজিম উদ্দিন, আতিয়ার রহমান, নূরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর শুকুর। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাবুদ সরকার।