দামুড়হুদায় ভ্রামমান আদালতে ১জনের জরিমানা!
- আপলোড টাইম : ০৪:৫৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
- / ৪২৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর বেড়বাড়ি বাজার থেকে মরণব্যাধী ফেনসিডিল মাদক সেবনের সময় গতকাল শুক্রবার সকালে গ্রাম্য চিকিৎসক আরিফুল (২৮) কে আটক করে চারুলিয়া ফাড়ি পুলিশ।পরে গতকাল শুক্রবার মাদক সেবনকারি আরিফুল(২৮)কে দামুড়হুদা মডেল থানায় নেওয়া হলে থানা পুলিশ ঐ দিন বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালত হাজির করেন। আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল হাসানের কাছে মাদক সেবনকারি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আদালতের বিচারক আসামীর পারিবার্ষিক অবস্থার কথা বিবেচনা করে তাকে পাচ হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেন। দন্ডিত আসামী হলেন, দামুড়হুদার উপজেলার হেমায়েতপুর গ্রামের যাদু শেখের ছেলে আরিফুল (২৮)কে গতকাল বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। চারুলিয়া পুলিশ ফাড়ির ইনর্চাজ সাহিদুজ্জামান জানান, উপজেলার হেমায়তপুর গ্রামের বেড়বাড়ি বাজারের চাইয়ের দোকানের পিছনে গ্রাম্য ডাক্টার আরিফুল (২৮) মাদক সেবন করছে সংবাদ পেয়ে মাদক সেবন করা অবস্থায় হেমায়েত গ্রামের যাদু শেখের ছেলে আরিফুল (২৮ কে হাতেনাতে আটক করি।ভ্রামমান আদালত পরিচালনার সময় উপস্তিথ ছিলেন দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাউর রহমার।