ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ডিঙ্গেদহ-নীলমনিগঞ্জ সড়কে প্রকাশ্যে ছিনতাই!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / ২৯৯ বার পড়া হয়েছে

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ-নীলমনিগঞ্জ সড়কে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কের চারাতলা নামক মাঠের মধ্য এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের জেকরিয়া ওরফে জাকারিয়ার ছেলে আরিফ হোসেনের মা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের ছাড়পত্র নেওয়ার জন্য গ্রামের সুমা জোয়ার্দ্দারের ছেলে মিলনের সাথে হাসপাতালে আসছিলো। আরিফকে মিলন বলে আমার কুশোডাঙ্গা এলাকায় কাজ আছে সে দিক দিয়ে যাবো। মিলন  আগে থেকেই তার কয়েকজন সাঙ্গপাঙ্গদের বিষয়টি জানিয়ে দেয় অভিযোগ উঠেছে। ডিঙ্গেদহ সড়কের নফরকান্দির চারাতলা মাঠে পৌছলে ৭/৮ জন আরিফের নিকট থাকা ৭হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে পালিয়ে যায়। এই ছিনতাইয়ের ঘটনা আরিফ কুশোডাঙ্গা বাজারে এসে চায়ের দোকানে বসা  লোকজনদের জানালে কেউ বিষয়টির দিকে গুরুত্ব দেয়নি বলে আরিফ সাংবাদিকদের জানায়। এলাকাবাসির অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানায়, যারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে তাদের সকলের বাড়ি পিরোজখালী গ্রামে। এদের কিছু বললে রাতের আধারে ওই ছিনতাইকারি চক্র আমাদের ওপর হামলা করতে পারে। এছাড়া পুলিশ এই রাস্তায় দিনরাত কখনো টহলে আসে না। এই বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাছে জানতে চাইলে তিনি কিছুই জানিনা বলে ফোন কেটে দেন। এলাকায় পুলিশি টহল জোরদারের জন্য এলাকাবাসী ভারপ্রাপ্ত পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ডিঙ্গেদহ-নীলমনিগঞ্জ সড়কে প্রকাশ্যে ছিনতাই!

আপলোড টাইম : ০৪:৪৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ-নীলমনিগঞ্জ সড়কে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কের চারাতলা নামক মাঠের মধ্য এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের জেকরিয়া ওরফে জাকারিয়ার ছেলে আরিফ হোসেনের মা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের ছাড়পত্র নেওয়ার জন্য গ্রামের সুমা জোয়ার্দ্দারের ছেলে মিলনের সাথে হাসপাতালে আসছিলো। আরিফকে মিলন বলে আমার কুশোডাঙ্গা এলাকায় কাজ আছে সে দিক দিয়ে যাবো। মিলন  আগে থেকেই তার কয়েকজন সাঙ্গপাঙ্গদের বিষয়টি জানিয়ে দেয় অভিযোগ উঠেছে। ডিঙ্গেদহ সড়কের নফরকান্দির চারাতলা মাঠে পৌছলে ৭/৮ জন আরিফের নিকট থাকা ৭হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে পালিয়ে যায়। এই ছিনতাইয়ের ঘটনা আরিফ কুশোডাঙ্গা বাজারে এসে চায়ের দোকানে বসা  লোকজনদের জানালে কেউ বিষয়টির দিকে গুরুত্ব দেয়নি বলে আরিফ সাংবাদিকদের জানায়। এলাকাবাসির অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানায়, যারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে তাদের সকলের বাড়ি পিরোজখালী গ্রামে। এদের কিছু বললে রাতের আধারে ওই ছিনতাইকারি চক্র আমাদের ওপর হামলা করতে পারে। এছাড়া পুলিশ এই রাস্তায় দিনরাত কখনো টহলে আসে না। এই বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাছে জানতে চাইলে তিনি কিছুই জানিনা বলে ফোন কেটে দেন। এলাকায় পুলিশি টহল জোরদারের জন্য এলাকাবাসী ভারপ্রাপ্ত পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।