ইপেপার । আজ বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

‘আগামী নির্বাচন হবে অন্য সব গণতান্ত্রিক দেশের মতো’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

obydul_kader_41559_1488971854সমীকরণ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন পৃথিবীর অন্য সব গণতান্ত্রিক দেশের মতো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজে নবীণবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন করার জন্য কোনো সহায়ক সরকারের সুযোগ আমাদের সংবিধানে নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পৃথিবীর অন্য সব গণতান্ত্রিক দেশের মতো। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে যেভাবে নির্বাচন হয়, আমাদের বাংলাদেশেও ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ যোগ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় সরকার শুধু নির্বাচন তত্ত্বাবধান করবে। ওই সময় সরকারের কোনো মেজর পলিসি বা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে না। নির্বাচনকালীন সময়ে পুলিশ প্রশাসন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ও নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সরকারের যে বিভাগগুলো আছে তাও নির্বাচন কমিশনের অধীনে থাকবে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তারা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। জাতীয় সংসদ নির্বাচন তো হবে নির্বাচন কমিশনের অধীনে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

‘আগামী নির্বাচন হবে অন্য সব গণতান্ত্রিক দেশের মতো’

আপলোড টাইম : ০৫:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

obydul_kader_41559_1488971854সমীকরণ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন পৃথিবীর অন্য সব গণতান্ত্রিক দেশের মতো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজে নবীণবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন করার জন্য কোনো সহায়ক সরকারের সুযোগ আমাদের সংবিধানে নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পৃথিবীর অন্য সব গণতান্ত্রিক দেশের মতো। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবধানে যেভাবে নির্বাচন হয়, আমাদের বাংলাদেশেও ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ যোগ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় সরকার শুধু নির্বাচন তত্ত্বাবধান করবে। ওই সময় সরকারের কোনো মেজর পলিসি বা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে না। নির্বাচনকালীন সময়ে পুলিশ প্রশাসন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ও নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সরকারের যে বিভাগগুলো আছে তাও নির্বাচন কমিশনের অধীনে থাকবে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তারা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। জাতীয় সংসদ নির্বাচন তো হবে নির্বাচন কমিশনের অধীনে।