জীবননগরে ৪র্থ স্কাউটস ক্যাম্পুরী সমাপ্ত
- আপলোড টাইম : ০৪:৫৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
- / ৩৬৪ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: বিভিন্ন সংস্কৃতি ,কৌতুক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ স্কাউটস জীবননগর উপজেলার ৪র্থ ক্যাম্পুরী মহা তাবু জলসার মধ্যে দিয়ে সমাপ্তী হয়েছে ।গতকাল বুধবার রাত সাড়ে ৭টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জীবননগর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪র্থ স্কাউটস ক্যাম্পুরীর সমাপ্তী ঘোষনা করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু .মো.আ. লতিফ অমল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা স্কাউটসের কমিশনার ও উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.হান্নান,উপজেলা ক্যাম্পুরীর সাধারন সম্পাদক ওগয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনআর রশিদ,ডি.আর পি খুলনার মনোয়ার হোসেন,সহকারী কমিশনার সাংবাদিক জি.এ জাহিদুল ইসলাম বাবু,নিলুফার ইয়াসমিন রানী সহ আর ও উপস্থিত ছিলেন সাংবাদিক সালাউদ্দিন কাজল, উপজেলা আই সিটি কর্মকর্তা মাইনুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র/ছাত্রীগন উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে প্রধান বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলেদেন উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মোস্তাফিুজর রহমান ফারুকী।