আমঝুপিতে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৪:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
- / ৪২৬ বার পড়া হয়েছে
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত কাল সকাল ১১টার সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত খোকন, সমাজ সেবক সেলিম রেজা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সিসিজি কমিটির সদস্য কল্পনা আকতার রেখা প্রমুখ। পরে দুঃস্থ ও গরীর ছাত্রদের মাঝে ব্যাগ, পোশাক এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।