মহেশপুর উপজেলার মধ্যে কর্মসৃজনের লেবার দিয়ে মাটি ভরাটের কাজ চলছে!
- আপলোড টাইম : ০৪:৪২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
- / ৩৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৪০দিনের লেবার (শ্রমিক) দিয়ে উপজেলা পরিষদের মধ্যে চলছে মাটি ভরাটের কাজ।সরকার ইউনিয়ন পরিষদের দরিদ্রদের জন্য কর্মসৃজন ৪০দিনের লেবার শ্রমিক দিয়ে ইউনিয়নের বিভিন্ন কাচা রাস্তায় মাটি ভরাট করে তাদের কে প্রতি দিন ২০০টাকা হারে পারিশ্রমিক দিয়ে থাকেন।শ্রমিকরা এক সপ্তাহ পর পর ২৫টাকা সঞ্চয় জমা রেখে বাকি টাকা ব্যংকের মাধ্যমে তুলে নেয়। কিন্তু ৪০দিনের ওই লেবার শ্রমিক দের ইউনিয়ন থেকে প্রকল্প বাস্তবায়ন অফিসের সাবঃ ইঞ্জিঃ নাজমুল হক ডেকে এনে মহেশপুর উপজেলা পরিষদের সমাজসেবা ও নির্বাচন অফিসের সামনে মাটি ভরাটের কাজ করিয়ে নিচ্ছে। সরেজমিন বুধবার সকাল ৮টার সময় মহেশপুর উপজেলা পরিষদের সমাজসেবা ও নির্বাচন অফিসের সামনে যেয়ে দেখা যায় নাটিমা ইউনিয়নের ৪০দিনের লেবার (শ্রমিক)কুরিপোল গ্রামের মহিদুল, মন্টু, সাব্বির ও নাটিমা গ্রামের জুব্বার, রাজু, শরিফুল,আনোয়ার, রাহেদুল, আনিচুর, বিপুলসহ ২১জন শ্রমিক মাটি ভরাটের কাজ করছে।৪০দিনের শ্রমিকদের ইউনিয়নে কাজ করার কথা কিন্তু তারা এখানে এলো কি করে জানতে চাইলে শ্রমিকরা জানান বর্তমানে আমাদের ৪০দিনের কাজ চলছে নাটিমা গ্রামের আজাদ নেতার বাড়ীর পাশের রাস্তায় সেখানে আমরা কাজ করছিলাম। গত দুই দিন পূর্ব থেকে লেবার সরদার জাহাঙ্গীর হোসেন ওই রাস্তায় ১২জন শ্রমিক রেখে বাদবাকি উপজেলায় নিয়ে এসে কাজ করাচ্ছে। এ বিষয়ে প্রকল্প অফিসের সাবঃ ইঞ্জিঃ নাজমুল হকের মুঠো ফনে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।