ইপেপার । আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গা জামজামিতে চোর পাকড়াও চোরাই ভ্যান উদ্ধার : গণপিটুনি শেষে পুলিশে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • / ৩৯১ বার পড়া হয়েছে

Jamjami Thief Arrest

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জামজামি বাজারে মধ্যরাতে চোরাই ভ্যানহ চোর মহাম্মদ আলী (৫০) পাকড়াও হয়েছে। উত্তম-মধ্যমে নিজ পরিচয় ও ভ্যান চুরি বিষয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রদানশেষে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। জানা গেছে আলমডাঙ্গার জামজামি বাজারের পাহারাদারেরা গত সোমবার মধ্যরাতে সন্দেহভাজন এক ভ্যানচালককে পাকড়াও করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে  রহস্যজনক আচরণ করতে থাকে। এ সময় উত্তম-মধ্যমে সে নিজের নাম মহাম্মদ আলী ও বাড়ি হরিণাকুন্ডু হরিশপুর এবং একই গ্রামের পলান মুন্সীর ঘরজামাই বলে জানায়। রাতে সে এ হরিশপুর গ্রামের ভ্যানচালক ইতাহার আলীর উঠোঁন থেকে ভ্যানটি চুরি করে। ভ্যান চালিয়ে রাত আনুমানিক ১২টার দিকে জামজামি বাজার পৌছালে এ বাজারের পাহারাদাররা তাকে পাকড়াও করে। কথাবার্তায় তাকে বুদ্ধি প্রতিবন্ধী মনে হলেও কেউ কেউ বলেছে সে গাঁজাখোর। বণিক সমিতির নেতৃবর্গ ধৃত চোর মহাম্মদ আলীকে পুলিশে হস্তান্তর করেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা অবধি তাকে আলমডাঙ্গা থানা কাস্টডিতে বন্দি রেখে জিজ্ঞাসাবাদ চলছিলো বলে পুলিশ সুত্র জানিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গা জামজামিতে চোর পাকড়াও চোরাই ভ্যান উদ্ধার : গণপিটুনি শেষে পুলিশে

আপলোড টাইম : ০৪:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

Jamjami Thief Arrest

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জামজামি বাজারে মধ্যরাতে চোরাই ভ্যানহ চোর মহাম্মদ আলী (৫০) পাকড়াও হয়েছে। উত্তম-মধ্যমে নিজ পরিচয় ও ভ্যান চুরি বিষয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রদানশেষে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। জানা গেছে আলমডাঙ্গার জামজামি বাজারের পাহারাদারেরা গত সোমবার মধ্যরাতে সন্দেহভাজন এক ভ্যানচালককে পাকড়াও করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে  রহস্যজনক আচরণ করতে থাকে। এ সময় উত্তম-মধ্যমে সে নিজের নাম মহাম্মদ আলী ও বাড়ি হরিণাকুন্ডু হরিশপুর এবং একই গ্রামের পলান মুন্সীর ঘরজামাই বলে জানায়। রাতে সে এ হরিশপুর গ্রামের ভ্যানচালক ইতাহার আলীর উঠোঁন থেকে ভ্যানটি চুরি করে। ভ্যান চালিয়ে রাত আনুমানিক ১২টার দিকে জামজামি বাজার পৌছালে এ বাজারের পাহারাদাররা তাকে পাকড়াও করে। কথাবার্তায় তাকে বুদ্ধি প্রতিবন্ধী মনে হলেও কেউ কেউ বলেছে সে গাঁজাখোর। বণিক সমিতির নেতৃবর্গ ধৃত চোর মহাম্মদ আলীকে পুলিশে হস্তান্তর করেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা অবধি তাকে আলমডাঙ্গা থানা কাস্টডিতে বন্দি রেখে জিজ্ঞাসাবাদ চলছিলো বলে পুলিশ সুত্র জানিয়েছে।