ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার ফার্মাপাড়ায় শ্বশুরবাড়িতে মেয়েকে দেখতে গিয়ে শ্যালকের ক্ষুরের আঘাতে দুলাভাই জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • / ৪০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ের যুবক রাজিবকে ক্ষুরের পোচে জখম করা হয়েছে। গতরাত ১১টার দিকে পৌর এলাকার ফার্মপাড়ায় তাকে জখম করা হয়। রাজিবের চোখে বালি দিয়ে আকস্মিকভাবে ক্ষুরের পোচে জখম করে তার শ্যালক সম্রাট। শ্বশুরবাড়িতে থাকা নিজের কন্যাসন্তানকে দেখতে যাওয়ার কারণেই তাকে জখম করা হয়। চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় ফায়ারসার্ভিস পাড়ার আবুল কাশেমের ছেলে রাজিবের সাথে প্রায় চার বছর আগে পৌর এলাকার ফার্মপাড়ার মিলনের মেয়ে বৃষ্টির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রয়েছে রোজা (২) নামের একটি কন্যাসন্তান রয়েছে। মাসচারেক আগে স্বামীর সংসার থেকে নিজের বাড়িতে নিয়ে যায় বৃষ্টির পরিবার। কমে যায় যোগাযোগ। মাস দেড়েক আগে বৃষ্টির স্বামীকে না জানিয়ে বৃষ্টিকে সৌদি আরব পাঠিয়ে দেয় তার বাবা-মা। তার কন্যা রোজা থেকে যায় নানা বাড়িতে। রাজিব মাঝে মধ্যে তার মেয়ে রোজাকে দেখতে গেলে দেখাতে অস্বিকৃতি জানায় তার শ্বশুরপক্ষ। গতকাল ফার্মপাড়া এলাকায় রাজিবকে দেখেই ক্ষেপে যায় তার শ্যালক। আকস্মিক রাজিবের চোখে বালি দিয়ে ক্ষুরের পোচ দেয় সম্রাট ও তার দলবল। ক্ষুরের পোচে রাজিবের দু পায়ে ও হাতে জখম করা হয়। তার রগ কাটার উদ্যেশেই এ পোচ দেয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার ফার্মাপাড়ায় শ্বশুরবাড়িতে মেয়েকে দেখতে গিয়ে শ্যালকের ক্ষুরের আঘাতে দুলাভাই জখম

আপলোড টাইম : ০৪:১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ের যুবক রাজিবকে ক্ষুরের পোচে জখম করা হয়েছে। গতরাত ১১টার দিকে পৌর এলাকার ফার্মপাড়ায় তাকে জখম করা হয়। রাজিবের চোখে বালি দিয়ে আকস্মিকভাবে ক্ষুরের পোচে জখম করে তার শ্যালক সম্রাট। শ্বশুরবাড়িতে থাকা নিজের কন্যাসন্তানকে দেখতে যাওয়ার কারণেই তাকে জখম করা হয়। চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় ফায়ারসার্ভিস পাড়ার আবুল কাশেমের ছেলে রাজিবের সাথে প্রায় চার বছর আগে পৌর এলাকার ফার্মপাড়ার মিলনের মেয়ে বৃষ্টির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রয়েছে রোজা (২) নামের একটি কন্যাসন্তান রয়েছে। মাসচারেক আগে স্বামীর সংসার থেকে নিজের বাড়িতে নিয়ে যায় বৃষ্টির পরিবার। কমে যায় যোগাযোগ। মাস দেড়েক আগে বৃষ্টির স্বামীকে না জানিয়ে বৃষ্টিকে সৌদি আরব পাঠিয়ে দেয় তার বাবা-মা। তার কন্যা রোজা থেকে যায় নানা বাড়িতে। রাজিব মাঝে মধ্যে তার মেয়ে রোজাকে দেখতে গেলে দেখাতে অস্বিকৃতি জানায় তার শ্বশুরপক্ষ। গতকাল ফার্মপাড়া এলাকায় রাজিবকে দেখেই ক্ষেপে যায় তার শ্যালক। আকস্মিক রাজিবের চোখে বালি দিয়ে ক্ষুরের পোচ দেয় সম্রাট ও তার দলবল। ক্ষুরের পোচে রাজিবের দু পায়ে ও হাতে জখম করা হয়। তার রগ কাটার উদ্যেশেই এ পোচ দেয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।