দর্শনা বাসস্ট্যান্ড বাজার কমিটির নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারনা শুরু হয়েছে
- আপলোড টাইম : ০৪:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
- / ৪৫৬ বার পড়া হয়েছে
ওয়াসিম রয়েল: দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনার প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত দর্শনা বাসস্টান্ড। আর এই দর্শনা বাসস্ট্যান্ড বাজার কমিটির নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারনা শুরু হয়েছে। স্বল্প সময়ের মদ্ধ্যে একদিকে যেমন নির্বাচন কমিশন ব্যস্ত সময় পার করছে তেমনি প্রার্থীরাও ব্যাপক প্রচারনাই মগ্ন। ভোটারদের দারে দারে গিয়ে তার অনুকুলে ভোট পাওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছে। দর্শনা বাসস্টান্ডের চার পাশ যেন বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, ডিজিটাল পোস্টারসহ ব্যাবসা প্রতিষ্ঠান লাইটিং করেছেন প্রার্থীগনেরা। প্রার্থীগনের অনুশারীরা সন্ধা হলেই তাদের প্রতিক নিয়ে মিছিলে মিছিলে নির্বাচনের ইমেজ বাড়িয়ে তুলছে। দর্শনা বাসস্ট্যান্ড ব্যাবসয়ী কমিটির ৫/২/১৭ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন সুষ্ঠ করার লক্ষে ৭ সদস্য বিষিষ্ঠ একটি নির্বাচন কমিটি গঠন করে দিয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হাজী আকমত আলী জানান, ২২৯টি ভোটের অনুকুলে ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছে। এর মধ্যে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন। এছাড়া সমগ্র এলাকাই ও বিভিন্ন ওয়ার্ডে ২১ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহন করবে। গতকাল সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিটি ভোটে অংশ গ্রহনকারী সকল প্রার্থীগনকে বাজার কমিটির কার্যালয়ে অমন্ত্রন করে। সকল প্রার্থীগনের উপস্থিতিতে আরও একবার আচারন বিধি সম্পর্কে, ভোট গ্রহন, ভোট প্রদান ও ভোট কেন্দ্রের বিভিন্ন বিষয়ে অবগত করেন। তবে নির্বাচন কমিটি জানায়, আজ রাত ৯টার পর সকল প্রচার প্রচারনা বন্ধ থাকবে। নির্বাচন কমিটির চেয়ারম্যান হাজী আকমত আলী ও সদস্য আ: কুদ্দুস জানান আগামী ১০/৩/১৭ তারিখে নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে যথাসময়ে আলহেরা ইসলামী একাডেমী স্কুলে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ও ১ ঘন্টা বিরতির পর দুপুর ২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।