কুড়ুলগাছি মাঠপাড়ায় জমজমাট জুয়ার আসর
- আপলোড টাইম : ০৩:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
- / ৪৬৩ বার পড়া হয়েছে
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি মাঠপাড়া গ্রামের হান্নানের চায়ের দোকানে তাস খেলার ও চা বেচাকিনার আড়ালে চলছে জমজমাট জুয়ার আসর। এই দোকানে বিভিন্ন শ্রেণী পেশার নিম্ন আয়ের শ্রমজীবি জুয়াড়িদের পদচারনা লক্ষ করা যায় সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত। জুয়াড়িদের ভিড় জমাতে ঐ দোকানে অসাধু চায়ের দোকানি টিভি চালিয়ে তার অন্তরালে তাস খেলার আসর বসিয়ে জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে। যেখানে প্রতিদিন এসব শ্রমজীবি মানুষগুলো তাদের কর্ম ফেলে জুয়া খেলায় মগ্ন হয়ে ওঠে। এসব পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিরা জুয়ার নেশায় আশক্ত হয়ে নিজ পরিবারের ভরন পোষনের দায়ীত্ব ভুলে যায়। ফলে ঐসব পরিবারে পারিবারকি কলহ নেমে আসে। এখানেই শেষ নয়, এসব শ্রমজীবি মানুষগুলো জুয়ার টাকা যোগান বা পরিষোধ করতে গিয়ে এক প্রকার বাধ্যহয়েই বেছে নিচ্ছে ভিন্ন পথ। যার ফলে ঐ এলাকায় নিয়মিত বেড়েই চলছে মাদক বিক্রি, চুরি, ছিনতাই এমনকি স্ত্রী নির্যাতনের মত ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি মাঠপাড়ার আয়ুব আলির ছেলে হান্নান আলি তার চায়ের দোকানে সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে তাস খেলার নামে জমজমাট জুয়ার আসর। এখানে জুয়াড়িরা টাকা দিয়ে বাজি ধরে তাস খেলা করে হাজার হাজার টাকা হারিয়ে স্বর্বসান্ত প্রায়। এছাড়াও স্থায়ীভাবে বছরের পর বছর ধরে বেসকিছু দোকানে চলছে নানা রকম জুয়ার আসর। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দিনের পর দিন মাসের পর মাস চালিয়ে যাচ্ছে এই জুয়ার আসর। জনশ্রুতি রয়েছে জুয়া খেলার আসরের আড়ালে চলে মাদক সেবন কারীদের গাঁজা সেবন করার। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরীকদের দাবি অভিলম্বে হান্নানের চায়ের দোকানসহ এলাকার সকল দোকানগুলোয় পুলিশি নজরদারি বাড়িয়ে জুয়াড়ি ও এদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক। অন্যথায় মাদক ও জুয়ার ন্যায় তাস খেলার জুয়া, ক্যারাম খেলার জুয়া মহামারি আকার ধারণ করবে।