মহেশপুরে চৌকিদারকে মারপিটের ঘটনায় ভ্রাম্যমান আদালতে এক জনের কারাদন্ড !
- আপলোড টাইম : ০৩:৫০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
- / ৩৫০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে সরকারি কাজে বাধা ও স্থানীয় চৌকিদারকে মারপিট করার অভিযোগে অমরেশ কুমার দাস (৩০) নামের এক ব্যক্তিকে ১৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাফুর রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত অমরেশ কুমার দাস মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বেদেরগাড়ি গ্রামের কালিপদ দাসের ছেলে। নির্বাহী অফিসার আশাফুর রহমান সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের ৪০দিনের কর্মসূচীর আওতায় বিভিন্ন সড়কের ন্যায় বেদেরগাড়ি গ্রামের রাস্তায় মাটি ফেলার কাজ চলছে। অভিযুক্ত অমরেশ কুমার দাস বেদেরগাড়ি গ্রামে মাটি ফেলার কাজে বাধা দেয় এবং স্থানীয় চৌকিদার মনোরঞ্জন কুমার দাসকে মারপিট করে। এ অভিযোগের ভিত্ত্বিতে মঙ্গবার দুপুরে তাকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।