নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও এর কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি করছেন নানা প্রকার সামাজিক ও জনসচেতনতামূলক কাজ। হতদরিদ্র মানুষের ক্ষুধা নিবারনের জন্য রাতের আঁধারে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, বিদেশফেরতদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব, সতর্কতামূলক প্রচারাভিযান, ভ্রাম্যমাণ আদালতের সময় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করাসহ নানা প্রকার সামাজিক কাজ করছেন তাঁরা। মঙ্গলবারও (২১ এপ্রিল) তাঁদের এ কার্যক্রম অব্যাহত ছিল।
হতদরিদ্রদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।
করোনা সংক্রমন রোধে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন ও যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা। সঙ্গে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় মোটরসাইকেলচালককে সতর্ক করা হচ্ছে।
