ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরে দুই ব্যবসায়ীকে অপহরণ চাঁদা না পেয়ে জবাই করে হত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / ৩৬০ বার পড়া হয়েছে

meherpur pic-1বারাদী প্রতিনিধি: চাঁদার টাকা না পেয়ে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ (৬০) ও তাফছুদ্দীনের ছেলে পোল্ট্রি ব্যাবসায়ী আশাদুল ইসলাম (৫০) নামের দুই ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান গত রবিবার রাত এগারটার দিকে গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন নিহত দুজনসহ গ্রামের কয়েকজন। এ সময় ১০/১২ জন অস্ত্রধারী তাদের তুলে নিয়ে যায়। মজিদ ও আসাদুলের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপন হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে চাঁদাবাজরা। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। গতকাল সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় একটি তামাক ক্ষেতে মজিদ ও আসাদুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এদিকে মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ হত্যাকান্ড চাঁদার দাবিতে নাকি অন্য কিছু তা তিনি এখনো স্পষ্ট নয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনাপুর মাদ্রাসা মাঠে নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাদের দুজনের লাশ দাফন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে দুই ব্যবসায়ীকে অপহরণ চাঁদা না পেয়ে জবাই করে হত্যা

আপলোড টাইম : ০৫:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭

meherpur pic-1বারাদী প্রতিনিধি: চাঁদার টাকা না পেয়ে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ (৬০) ও তাফছুদ্দীনের ছেলে পোল্ট্রি ব্যাবসায়ী আশাদুল ইসলাম (৫০) নামের দুই ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান গত রবিবার রাত এগারটার দিকে গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন নিহত দুজনসহ গ্রামের কয়েকজন। এ সময় ১০/১২ জন অস্ত্রধারী তাদের তুলে নিয়ে যায়। মজিদ ও আসাদুলের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপন হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে চাঁদাবাজরা। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। গতকাল সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় একটি তামাক ক্ষেতে মজিদ ও আসাদুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এদিকে মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ হত্যাকান্ড চাঁদার দাবিতে নাকি অন্য কিছু তা তিনি এখনো স্পষ্ট নয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনাপুর মাদ্রাসা মাঠে নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাদের দুজনের লাশ দাফন করা হয়েছে।