চুয়াডাঙ্গা জেলা আ.লীগের প্রস্তুতি সভা ঐতিহাসিক ৭মার্চ পালনে কর্মসূচী ঘোষণা
- আপলোড টাইম : ০৫:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
- / ৪২৬ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের এক প্রস্তুতিসভা গতকাল ৬মার্চ সোমবার বিকেল ৫টায় কবরী রোডস্থ দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু, এ্যাড. আব্দুল মালেক, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা শ্রমিক লীগ সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক, যুবলীগ নেতা আসমান, বাকী, আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগ নেতা মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, পাভেলসহ দলের সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। সভায় গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে ৭মার্চ সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ, বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, শহরে গুরুত্বপূর্ণ স্থানসমূহে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার।
গৃহীত এই কর্মসূচীতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি