ঝিনাইদহে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান
- আপলোড টাইম : ০৫:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
- / ৬৩৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের হাটের রাস্তায় আগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ কাঠ ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে এ অর্থ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা বেগম, কৃষি কর্মকর্তা ড. খান মো: মনিরুজ্জামান, সমাজ সেবা অফিসার মমিনুর রহমান, শিক্ষা অফিসার আরিফ সরকারসহ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সময় ক্ষতিগ্রস্থ ৬ কাঠ ব্যবসায়ীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি শহরের হাটের রাস্তায় ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের ৪টি ফার্নিচার ঘর ও দুটি দোকান পুড়ে যায়।