আলমডাঙ্গার ইউনাইটেড ক্লিনিকের ডাঃ নাজমুলের বিরুদ্ধে মিথ্যা রিপোর্টে অপারেশনের অভিযোগ অল্পের জন্য রক্ষা পেলো এক রোগী
- আপলোড টাইম : ০৪:৫৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
- / ৪৩৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ইউনাইটেড ক্লিনিকের সার্বক্ষনিক ডাঃ নাজমুলের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সুমি খাতুন। ভুল রিপোর্টে অপারেশনের চেষ্টা অবশেষে ব্যর্থ হলো। জানা যায়, আলমডাঙ্গার আলিফ উদ্দিন রোডের বাসিন্দা সুমি খাতুন বেশ কিছুদিন ধরে পেটে ব্যথা অনুভব করে আসছিলো। কী হয়েছে তা জানার জন্য আলমডাঙ্গার হাফিজ মোড়ে অবস্থিত ইউনাইটেড ক্লিনিকে গেলে সেখানে কর্তব্যরত প্যারামেডিকেল ডাক্তার নাজমুল তার আলট্রাসনোগ্রাম করে সুমিকে রিপোর্ট প্রদান করে। রিপোর্টে দেখানো হয় তার পিত্তথলিতে পাথর ও জরায়ুতে টিউমার হয়েছে। দ্রুত অপারেশন করাতে হবে, তা না হলে বড় ধরনের সমস্যা হতে পারে। ডাক্তার নাজমুলের কথা শুনে সুমি শঙ্কিত হয়ে পড়ে এবং বাসায় গিয়ে স্বামীর সাথে আলাপ করে। ব্যাপারটা নিয়ে সন্দেহ হলে সুমির স্বামী আলমডাঙ্গার অন্য একটি ক্লিনিক থেকে আবার আলট্রাসনোগ্রাম (ইউএসজি) করালে তার কিছুই হয়নি বলে ডাক্তার রিপোর্ট প্রদান করে এবং ডাক্তার নামজুলের রিপোর্ট সম্পূর্ণ ভুল বলে দাবি করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুমির স্বামী এই প্রতিবেদককে জানান ডাক্তার নাজমুল এর আগেও আমার বোনের এ্যাপেনডিস অপারেশন করালেও এখন পর্যন্ত সে অসুস্থ্য ও পেটে ব্যথা অনুভব করে। এভাবেই ডাক্তার নাজমুল সাধারন রোগিদেরকে মিথ্যা তথ্য দিয়ে ভোগান্তি দিয়ে আসছে এবং অকারনে অপারেশন করিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে সচেতনমহল।