মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
- / ৪৭০ বার পড়া হয়েছে
মুজিবননগর প্রতিনিধি: মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে কবিরা খাতুন (৩২) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের নতুন পাড়ার জমির খা এর স্ত্রী। শুক্রবার সকাল ১০টা৩০মিনিট সময় মুজিবনগর থানার এসআই আবু তাহেরের নেতৃত্বে এএসআই হারুন, এএসআই কালাম, এএসআই রবিউল কনস্টেবল সর্দার নুরুল, জিয়াউরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। পরে মহিলার শরীর সার্চ করে শরীরের ভিতরের কোমরে গোজা অবস্থায় পলিথিনের ভিতর থাকা ৬০ পুরিয়া গাজাঁ উদ্ধার করা হয়। এ সময় জমির খা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মুজিবনগর থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান জানান পুলিশ সুপার স্যারের নির্দেশ মোতাবেক মুজিবনগর উপজেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে পুলিশ বিভিন্ন বেশে বিশেষ অভিযান চালিয়ে তাকে গাজাঁসহ আটক করতে সক্ষম হন। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।