চুয়াডাঙ্গা টাউন মাঠ সংস্কারের দাবিতে খেলোয়াড় ও যুবকদের মানববন্ধন
- আপলোড টাইম : ১১:৪৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
- / ৪৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠ রক্ষার দাবীতে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ সংলগ্ন শহীদ আবুল কাশেম সড়কে এলাকার খেলোয়াড় ও যুবকরা মানববন্ধন করেছে। চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এ ঐতিহ্যবাহী মাঠ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। তাই মাঠটি মেরামত ও রক্ষার দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ মানববন্ধন কর্মসূচীতেযোগ দেয়া চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের অধিনায়ক সোহেল বলেন, চুয়াডাঙ্গা টাউন মাঠ কে হয় বাঁচাতে হবে, না হলে আমাদের খেলাধুলা চিরতরে বন্ধ করে দিতে হবে। মাঠ যদি খেলার উপযোগী না থাকে তাহলে খেলোয়াড় থেকেই বা কি? না থেকেই বা কি? এ মানববন্ধনে অংশ গ্রহন করেন ফুটবলার (গোলরক্ষক) রিয়ান, ছোট রাসেল, পুলক, পিয়াস, রুবেল, সাকিব, সৌরভসহ শতাধিক খেলোয়াড়। মানববন্ধনকারীরা চোখ ও মুখ ঢেকে মানববন্ধনে অংশ গ্রহন করে। তাদের দাবী খেলার মাঠের প্রতি অত্যাচার আমরা চোখ দিয়ে দেখতে চাই না।