মেহেরপুর জেলা পরিষদ সদস্য শাহীনের নিজ গাড়িতে জাতীয় পতাকা ঘটনা জানাজানির পর মাইক্রোবাস বিক্রি
- আপলোড টাইম : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
- / ৩২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা পরিষদ সদস্য শাহীন উদ্দীন তার ব্যবহৃত নিজস্ব মাইক্রোবাসটি বিক্রি করে দিয়েছেন। জেলা পরিষদ সদস্য হয়েও তিনি নিজস্ব মাইক্রোবাসে জাতীয় পতাকা টাঙিয়ে চড়ে বেড়াচ্ছিলেন। সেই নোয়া ব্র্যান্ডের মাইক্রোবাসটি তিনি মেহেরপুর শহরের মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। গাড়িতে পতাকা টাঙানোর ঘটনা জানাজানি হওয়ার পরে তিনি নিজস্ব মাইক্রোবাস বিক্রি করেন। তবে শাহীনের মাইক্রোবাস ক্রেতা মিজানুর রহমানের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে, মাইক্রোবাস কেনার কথা স্বীকার করলেও কবে কেনা হয়েছে এর পুরো বিষয়টি বলতে রাজী হননি। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১টা ২০ মিনিটের সময় মেহেরপুর জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য শাহীন উদ্দীন শাহীন তার নিজস্ব নোয়া ব্র্যান্ডের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করে অবমাননা করেছেন। এরপরে বিষয়টি ফেসবুকের মাধ্যমে সবার নজরে আসে। মুজিবনগর উপজেলা ছাত্রলীগের ফেসবুক আইডিতে পতাকা টাঙানো মাইক্রোবাসে ছবি এবং ভূয়া মেজর সংবাদের পত্রিকার কাটিং পোস্ট করা হয়। শিরোনাম ছিলো ভূয়া মেজর এখন ভূয়া মন্ত্রী।