চুয়াডাঙ্গা পৌর এলাকায় ফাঁড়ি পুলিশের পৃথক অভিযান : ৩০ লিটার তাড়ি উদ্ধার প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্তসহ ৭ জন গ্রেফতার
- আপলোড টাইম : ১১:২৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
- / ৩৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার পৃথক অভিযানে তাড়ি বিক্রির সময় এবং মামলার ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৭ জনের মধ্যে ৪ জনকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী ৩ আসামীদের আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম জানান, গতকাল শুক্রবার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার ইমরান আলীর ছেলে কামরুজ্জামান লাল্টুকে (৪৫) গ্রেফতার করা হয়। সে প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। পৌর এলাকার দিগড়ী গ্রামের জয়নদ্দীনের ছেলে শহর আলী এবং বাগানপাড়ার দুখু কসাইয়ের ছেলে আলম কসাইকে গ্রেফতার করা হয়। তারা দিগড়ী দোপের মাঠে তাড়ি বিক্রি করছিলো। এসময় তাদের কাছ থেকে ৩০ লিটার তাড়ি উদ্ধার করা হয়।
এছাড়া, পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার মঞ্জুর আলীর ছেলে নিশান, হকপাড়ার আলম খান ড্রাইভারের ছেলে আহাদ খানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মারামারি মামলার ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়। সাতগাড়ী এলাকার মহর আলীর ছেলে সুমন রবং আব্দুল মজিদের ছেলে কবির হোসেনকে গ্রেফতার করা হয়। গতকাল সাতগাড়ী মোড় থেকে তাদের গ্রেফতার করে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। এছাড়া আহাদ খান ও নিশানকেও আদালতে সোপর্দ করা হয়েছে।