জীবননগর মহিলা কলেজে নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এমপি টগর
- আপলোড তারিখঃ ০৬-০৭-২০১৮ ইং
শিক্ষিত জনগোষ্ঠী যে কোন দেশের জন্য অতীব জরুরি
জীবননর অফিস: জীবননগর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের সাতে মতবিনিময় ও উন্মক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষিত জনগোষ্ঠী যে কোন দেশের জন্য অতীব জরুরি। কলেঝে যেন ছাত্রীরা ভালভাবে নিয়মিত পড়াশুনা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের। এছাড়াও তিনি কলেজের পরিবেশ-পরিস্থিতি, অব্যবস্থাপনা, পাঠদানের প্রতিকূল অবস্থা, শিক্ষার্থীদের ইউনিফর্ম, কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণে সমস্যা সম্পর্কে আলোচনা ও প্রতিকারের উপায় সম্পর্কে আলোচনা করেন।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁনসহ কলেজের শিক্ষক ও সুধীগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা কলেজের টয়লেট, কমনরুম, খেলার মাঠ, সাইকেলষ্ট্যান্ড, ক্যান্টিনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তার সমাধানের জন্য এমপি মহোদয়কে জানান। কলেজের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর এবং উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে একটি টিন শেডের সাইকেলষ্ট্যান্ড নির্মাণের আশ্বাস প্রদান করেন এবং পৌর মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে কলেজে একটি টয়লেট নির্মাণ ও রাস্তা নির্মাণের আশ্বাস প্রদান করেন।
কমেন্ট বক্স