চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ দেওয়ায় বাবাসহ চারজনের কারাদন্ড
- আপলোড টাইম : ০৪:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
- / ৫১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাল্য বিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবাসহ চারজনের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল দুপুর ১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনালকান্তি দে চারজনের বিরুদ্ধে বিনাশ্রমের কারাদন্ডের রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর গ্রামের মেয়ের বাবা মহিদুল ইসলাম, সাতগাড়ী গ্রামের মসলেমের ছেলে ঘটক: হামিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের মাজেদুরের ছেলে কাজী: ওয়াসিকুর রহমান এবং জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ গ্রামের রমজানের ছেলে বর: শাহাজান আলী। চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ইনচার্জ টিএসআই ওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার নুরনগর সর্দারপাড়ায় মহিদুলের বাড়ীতে অভিযান চালিয়ে সেখানে চুয়াডাঙ্গার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মিম (১৪) এর বালল্য বিবাহ দেওয়ার প্রস্তুতি চরছিল। এসময় বিবাহ বন্ধ করে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে উল্লেখিত চারজন কে দন্ডপ্রাপ্তদেরকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।