ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

তারেক মাসুদ-মিশুক মুনীর নিহতের মামলায় বাস চালক জামিরের যাবজ্জীবন কারাদ- চুয়াডাঙ্গায় চতুর্থ দিনেও ধর্মঘট অব্যহত: সীমাহীন দূর্ভোগে যাত্রী সাধারণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • / ৪২০ বার পড়া হয়েছে

20170224_180114-1নিজস্ব প্রতিবেদক: টানা তিনদিনের পরিবহণ ধর্মঘটের পর চতুর্থদিনের মত অব্যবহত থাকায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। পরিবহণ বন্ধ থাকায় ব্যবসায়ীরাও পড়েছে চরম বিপাকে। মানুষের প্রতিদিনের কর্মময় জীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ। এসব দূর্ভোগের শিকার সাধারণ মানুষের পাশাপাশি বাস, ট্রাক শ্রমিকরাও। তারপরেও তাদের এই আন্দোলন সংগ্রাম কার্যকর করতে এবং বাস চালক জামিরের নি:শর্ত মুক্তির দাবীতে পরিবহণ ধর্মঘট পালন করছে। উল্লেখ্য, গত ২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঢাকা আরিচা সড়কের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন ও একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দেশের প্রথিতযশা চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫জন নিহত হয়। এঘটনায় ঘিওর থানার মামলা রুজু হলে মামলাটি দীর্ঘ ৬ বছরপর গত বুধবার মানিকগঞ্জ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ- দেয়া। এরই প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলায় চতুর্থ দিনের দিনের মত পরিবহন ধর্মঘট অব্যহত রয়েছে। গতকাল শুক্রবারও ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এদিকে টানা ৩দিন পরিবহন ধর্মঘট থাকায় যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। শহরের বিভিন্ন স্থানে অটোরিক্্রা,থ্রি হুইলার,স্যালোইঞ্জিন চালিত যানবহন চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। গত বুধবার দুপুরে আদালত কর্তৃক রায় ঘোষনার পর দুপুর ২টা  থেকে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। যা গত বুধবার থেকে তৃতীয় দিনের পর আজ শনিবারও পরিবহণ ধর্মঘট  অব্যহত রয়েছে। ধর্মঘটের সমর্থনে  শ্রমিকরা শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড  বিক্ষোভ মিছিল করেছে।  চুয়াডাঙ্গা বাস ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  রিপন মন্ডল জানান,  বাসচালক জামীরের মুক্তির দাবীতে যে পরিবহণ ধর্মঘট চলছে  এ ধর্মঘট  আজ শনিবারও অব্যঘু থাকবে। এবং আজ শনিবার  বিকালে খুলনা বিভাগীয় ফেডারেশনের বৈঠকের পর পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে। এদিকে, গতকাল শুক্রবার বিকালে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেনের নেতৃত্বে মোটর শ্রমিক ইউনিয়ন হতে বিক্ষোব মিছিলটি বের হয়। মিছিলটি দর্শনা শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা বাসষ্ট্যন্ডের মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন অবিলম্বে এ মামলার আসামীদের নি:স্বার্থ মুক্তি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরিবহন ধর্মঘট চলবে। এদিকে পরিবহন ধর্মঘটের ৪র্থ দিনেও দর্শনা এলাকায় কোন মটরযান চলাচল করতে দেখা যায়নি। আর কোন মটরযান না চলাচলের জন্য দল বেধে শহরের মূল মুল সড়কসহ দর্শনা বাসস্ট্যান্ডের মোড়ে  মটর শ্রমিকের কর্মচারীদের অবস্থান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

তারেক মাসুদ-মিশুক মুনীর নিহতের মামলায় বাস চালক জামিরের যাবজ্জীবন কারাদ- চুয়াডাঙ্গায় চতুর্থ দিনেও ধর্মঘট অব্যহত: সীমাহীন দূর্ভোগে যাত্রী সাধারণ

আপলোড টাইম : ০৬:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

20170224_180114-1নিজস্ব প্রতিবেদক: টানা তিনদিনের পরিবহণ ধর্মঘটের পর চতুর্থদিনের মত অব্যবহত থাকায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। পরিবহণ বন্ধ থাকায় ব্যবসায়ীরাও পড়েছে চরম বিপাকে। মানুষের প্রতিদিনের কর্মময় জীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ। এসব দূর্ভোগের শিকার সাধারণ মানুষের পাশাপাশি বাস, ট্রাক শ্রমিকরাও। তারপরেও তাদের এই আন্দোলন সংগ্রাম কার্যকর করতে এবং বাস চালক জামিরের নি:শর্ত মুক্তির দাবীতে পরিবহণ ধর্মঘট পালন করছে। উল্লেখ্য, গত ২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঢাকা আরিচা সড়কের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন ও একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দেশের প্রথিতযশা চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫জন নিহত হয়। এঘটনায় ঘিওর থানার মামলা রুজু হলে মামলাটি দীর্ঘ ৬ বছরপর গত বুধবার মানিকগঞ্জ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ- দেয়া। এরই প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলায় চতুর্থ দিনের দিনের মত পরিবহন ধর্মঘট অব্যহত রয়েছে। গতকাল শুক্রবারও ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এদিকে টানা ৩দিন পরিবহন ধর্মঘট থাকায় যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। শহরের বিভিন্ন স্থানে অটোরিক্্রা,থ্রি হুইলার,স্যালোইঞ্জিন চালিত যানবহন চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। গত বুধবার দুপুরে আদালত কর্তৃক রায় ঘোষনার পর দুপুর ২টা  থেকে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। যা গত বুধবার থেকে তৃতীয় দিনের পর আজ শনিবারও পরিবহণ ধর্মঘট  অব্যহত রয়েছে। ধর্মঘটের সমর্থনে  শ্রমিকরা শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড  বিক্ষোভ মিছিল করেছে।  চুয়াডাঙ্গা বাস ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  রিপন মন্ডল জানান,  বাসচালক জামীরের মুক্তির দাবীতে যে পরিবহণ ধর্মঘট চলছে  এ ধর্মঘট  আজ শনিবারও অব্যঘু থাকবে। এবং আজ শনিবার  বিকালে খুলনা বিভাগীয় ফেডারেশনের বৈঠকের পর পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে। এদিকে, গতকাল শুক্রবার বিকালে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেনের নেতৃত্বে মোটর শ্রমিক ইউনিয়ন হতে বিক্ষোব মিছিলটি বের হয়। মিছিলটি দর্শনা শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা বাসষ্ট্যন্ডের মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন অবিলম্বে এ মামলার আসামীদের নি:স্বার্থ মুক্তি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরিবহন ধর্মঘট চলবে। এদিকে পরিবহন ধর্মঘটের ৪র্থ দিনেও দর্শনা এলাকায় কোন মটরযান চলাচল করতে দেখা যায়নি। আর কোন মটরযান না চলাচলের জন্য দল বেধে শহরের মূল মুল সড়কসহ দর্শনা বাসস্ট্যান্ডের মোড়ে  মটর শ্রমিকের কর্মচারীদের অবস্থান অব্যাহত রয়েছে।