ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা ছয়ঘরিয়া মাঠে নগত টাকাসহ মোবাইল ছিনতাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
  • / ৩৭৯ বার পড়া হয়েছে

IMG_20170223_163140তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরীয়া মাঠের মধ্য থেকে গতকাল বৃহস্পতিবার বেলা পোনে ২টার সময় দেশ ট্রেড কোম্পানির এসআর রিপন আলীর (২৫) কাছ থেকে নগত ৫০হাজার টাকাসহ দুইটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে রিপন সমীকরণকে জানান, প্রতিদিনের মত গতকালও সে কোম্পানির সিগারেট বিক্রির জন্য বিভিন্ন এলাকায় বের হয়। ডিঙ্গেদহ, পাঁচমাইল, ভান্ডারদহের মধ্যদিয়ে ছয়ঘরিয়া যাওয়ার পথিমধ্যে ছয়ঘরিয়া মাঠে রাস্তায় পৌছালে মুখ বাধা অবস্থায় দু’জন ছিনতাইকারি টেনে হেঁচড়ে রিপনকে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে গলাই রাম’দা ঠেকিয়ে তার কাছে থাকা কোম্পানীর নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ২ টি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারিরা ধারালো রাম’দা দিয়ে রিপনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আলমডাঙ্গা থানার রিপন গড়গড়ী গ্রামের পূর্বপাড়ার জাহান আলীর পুত্র।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ছয়ঘরিয়া মাঠে নগত টাকাসহ মোবাইল ছিনতাই

আপলোড টাইম : ০৪:৫৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

IMG_20170223_163140তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরীয়া মাঠের মধ্য থেকে গতকাল বৃহস্পতিবার বেলা পোনে ২টার সময় দেশ ট্রেড কোম্পানির এসআর রিপন আলীর (২৫) কাছ থেকে নগত ৫০হাজার টাকাসহ দুইটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে রিপন সমীকরণকে জানান, প্রতিদিনের মত গতকালও সে কোম্পানির সিগারেট বিক্রির জন্য বিভিন্ন এলাকায় বের হয়। ডিঙ্গেদহ, পাঁচমাইল, ভান্ডারদহের মধ্যদিয়ে ছয়ঘরিয়া যাওয়ার পথিমধ্যে ছয়ঘরিয়া মাঠে রাস্তায় পৌছালে মুখ বাধা অবস্থায় দু’জন ছিনতাইকারি টেনে হেঁচড়ে রিপনকে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে গলাই রাম’দা ঠেকিয়ে তার কাছে থাকা কোম্পানীর নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ২ টি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারিরা ধারালো রাম’দা দিয়ে রিপনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আলমডাঙ্গা থানার রিপন গড়গড়ী গ্রামের পূর্বপাড়ার জাহান আলীর পুত্র।