মেহেরপুর জেলা মটর শ্রমকি ইউনিয়ন আয়োজিত সংবর্ধনায় এমপি ফরহাদ হোসেন শ্রমিকদের কল্যানে ঐক্যবদ্ধ থেকে কল্যানট্রাস্ট গঠন করা প্রয়োজন
- আপলোড টাইম : ০২:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
- / ৪৪১ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: বিভিন্ন প্রতিকুলতা মোকাবেলা করে মেহেরপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছি। একটি আদর্শকে ধারণ করে রাজনীতি করছি। কারো কাছে কোন চাঁদা নিয় না, আমার কোন সদস্যকে চাঁদাবাজি করতে দিয় না। রাজনীতিবিদদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে সততা। গতকাল শুক্রবার রাতে জেলা মটর শ্রমকি ইউনিয়ন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরাহদ হোসেন। শ্রমকিদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রমিকদের সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। অনেক সময় ছেলেমেয়ের লেখাপড়া, সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। এ কারণে অকালে প্রাণ দিতে হয় অনেককে। এজন্য শ্রমিকদের কল্যানে সকলে ঐক্যবদ্ধ থেকে কল্যানট্রাস্ট গঠন করা প্রয়োজন। যে স্থানে আছেন সেটি দুইতলা করে উপরে একটি একটি অডিটরিয়াম তৈরি করতে পারলে একটি আয়ের পথ তৈরি হবে। এজন্য তিনি সব ধরনের সহযোগীতা করবেন বলে তিনি জানান।
অনুষ্ঠাননে সভাপতিত্ব করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহাবুব এলাহী, আব্দুর রহমান হোঙ্গল, এরশাদ আলী, কার্যকারী সভাপতি আফছারুল ইসলাম, প্রচার সম্পাদক সেন্টু শেখ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, লাইন সম্পাদক সেরেগুল, কার্যকারী সদস্য নুর ইসলাম, আন্নাস আলী, আনারুল ইসলাম, ইয়ারুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ।