ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরে বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস: বিএনপির বর্তমান সংকটময় রাজনীতি থেকে পারিবারিক ভাবে অবসর গ্রহন করলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.কে খাইরুল বাশার। গতকাল মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে অবসর গ্রহনের ঘোষনা দেন। তিনি জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। একই সাথে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার ভাই জেলা জাসাসের সাবেক আহবায়ক এ.বাকা বিল্লাহ, সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠানিক সম্পাদক আব্দুল মাবুদ নান্নু, বিএনপির সক্রিয় কর্মী আব্দুল ওয়াদুদ পান্নু ও ছেলে সাবেক ছাত্রদল নেতা মীর দানিয়েল রাজনীতি থেকে সেচ্ছায় অবসর গ্রহন করার ঘোষনা দেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য এম.এ.কে বাশার বলেন, ১৯৭৮ সালে বিএনপি গঠিত হলে মেহেরপুরের সাবেক এমপি মরহুম আহাম্মদ আলীর সাথে জেলাতে বিএনপিকে শক্তিশালী করতে তৃনমূলে কাজ শুরু করি। রাজনৈতিক জীবনে জেলা যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। পরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করি। তিনি বলেন, আমার নেতৃত্বে যুবদলে ছিলেন এমন অনেক নেতা আজ বিএনপিতে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সারা জীবন জিয়ার আদর্শকে ধারন করে রাজনীতি করেছি। বর্তমানের এই নষ্ট রাজনীতি আমাকে কষ্ট দেয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন রাজনীতির মাধ্যমে গনমানুষের জন্য কাজ করেছি। বাকি সময়টা নিজের পরিবার ও ভাইদের নিয়ে কাটাতে চাই। তাই স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর গ্রহন করছি। তার ভাই এ বাকা বিল্লাহ বলেন, পারিবারিক ভাবে আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনীতি করতে গিয়ে আমার অনেক ক্ষতির স্বীকার হয়েছি। কিন্তু জেলা বিএনপির কমিটিতে কোন মূল্যায়ন করা হয়নি। এ সময় তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারী সাবেক এমপি মাসুদ অরুনকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যের জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.একে খাইরুল বাশার ও তার পরিবারের কাউকে স্থান দেওয়া হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

আপলোড টাইম : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭

মেহেরপুর অফিস: বিএনপির বর্তমান সংকটময় রাজনীতি থেকে পারিবারিক ভাবে অবসর গ্রহন করলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.কে খাইরুল বাশার। গতকাল মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে অবসর গ্রহনের ঘোষনা দেন। তিনি জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। একই সাথে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার ভাই জেলা জাসাসের সাবেক আহবায়ক এ.বাকা বিল্লাহ, সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠানিক সম্পাদক আব্দুল মাবুদ নান্নু, বিএনপির সক্রিয় কর্মী আব্দুল ওয়াদুদ পান্নু ও ছেলে সাবেক ছাত্রদল নেতা মীর দানিয়েল রাজনীতি থেকে সেচ্ছায় অবসর গ্রহন করার ঘোষনা দেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য এম.এ.কে বাশার বলেন, ১৯৭৮ সালে বিএনপি গঠিত হলে মেহেরপুরের সাবেক এমপি মরহুম আহাম্মদ আলীর সাথে জেলাতে বিএনপিকে শক্তিশালী করতে তৃনমূলে কাজ শুরু করি। রাজনৈতিক জীবনে জেলা যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। পরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করি। তিনি বলেন, আমার নেতৃত্বে যুবদলে ছিলেন এমন অনেক নেতা আজ বিএনপিতে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সারা জীবন জিয়ার আদর্শকে ধারন করে রাজনীতি করেছি। বর্তমানের এই নষ্ট রাজনীতি আমাকে কষ্ট দেয়। তিনি আরো বলেন, দীর্ঘদিন রাজনীতির মাধ্যমে গনমানুষের জন্য কাজ করেছি। বাকি সময়টা নিজের পরিবার ও ভাইদের নিয়ে কাটাতে চাই। তাই স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর গ্রহন করছি। তার ভাই এ বাকা বিল্লাহ বলেন, পারিবারিক ভাবে আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনীতি করতে গিয়ে আমার অনেক ক্ষতির স্বীকার হয়েছি। কিন্তু জেলা বিএনপির কমিটিতে কোন মূল্যায়ন করা হয়নি। এ সময় তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারী সাবেক এমপি মাসুদ অরুনকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যের জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.একে খাইরুল বাশার ও তার পরিবারের কাউকে স্থান দেওয়া হয়নি।