ইপেপার । আজ বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

দর্শনা অনির্বাণ থিয়েটার উদ্যোগে ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার উদ্বোধনকালে এমপি টগর অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিনির্মানে অনির্বাণ থিয়েটারের আয়োজন প্রশংসনীয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭
  • / ৪৯৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটার উদ্যোগে গতকাল ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। সন্ধ্যা সাড়ে ৭টায় অনির্বাণ থিয়েটার সাংস্কৃতিক কর্মীদের মনোজ্ঞ কোরিওগ্রাফীর মধ্যে দিয়ে অতিথিদের মঞ্চে তুলে এনে প্রদ্বীপ জ্বালিয়ে প্রধান অতিথি একুশে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিজিবি পরিচালক আমির মজিদ, এ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম। এছাড়া মঞ্চে ছিলেন, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, মায়ের ভাষা বাংলার জন্য যারা রাজপথে রক্ত দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। আর এই ভাষাকে সারা পৃথিবীতে আর্ন্তজাতিক ভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে, এটা আমাদের গর্ব। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালীর জাতির মাথা উঁচু করে বিশ্বের বুকে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছেন জাতিসংঘের মাধ্যমে আর্ন্তজাতিক মাতৃভাষার স্বীকৃতি নিয়ে। আজ পৃথিবীর ১৯৯টি দেশে একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হচ্ছে যেটা সারা বাংলার অহংকার ও গর্বের। যারা এ বাংলা ভাষাকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যাবেন। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিনির্মানে অনির্বাণ থিয়েটারের ভাষার মাসে প্রতি বছর এ আয়োজন প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সকলকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান তিনি। অনির্বাণ থিয়েটার সাংস্কৃতিক কর্মীদের একুশের গানে গানে মনোজ্ঞ কোরিওগ্রাফীর পরিবেশন করেন, আশরিকা জাহান জ্যোতি, শাহারিয়ার হোসেন, নাইচ, প্রভাত, নেহা, ঐশিসহ অনির্বাণ কর্মীরা। আবহাওয়া সংগীতে ছিলেন, ইসরাইল হোসেন টিটো, মিল্টন কুমার সাহা, আব্দুর রহমান ও স্বপনা খতুন। মেলার প্রথম দিনের প্রথমার্ধে সকাল ৮টায় প্রভাত ফেরি ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন, সকাল ১০টায় বর্ণলিখন প্রতিযোগিতা, বেলা সাড়ে ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠানের  দ্বিতীয়ার্ধে সন্ধ্যা ৭টায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত, নাট্যমেলার উদ্বোধন ও আলোচনা, সর্বশেষ বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযেগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ওপার বাংলার কলকাতার আরশীনগর এর মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে নাট্যমেলার প্রথম দিনের সমাপ্তি ঘোষনা করা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

You cannot copy content of this page

দর্শনা অনির্বাণ থিয়েটার উদ্যোগে ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার উদ্বোধনকালে এমপি টগর অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিনির্মানে অনির্বাণ থিয়েটারের আয়োজন প্রশংসনীয়

আপলোড টাইম : ০৫:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭

দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটার উদ্যোগে গতকাল ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। সন্ধ্যা সাড়ে ৭টায় অনির্বাণ থিয়েটার সাংস্কৃতিক কর্মীদের মনোজ্ঞ কোরিওগ্রাফীর মধ্যে দিয়ে অতিথিদের মঞ্চে তুলে এনে প্রদ্বীপ জ্বালিয়ে প্রধান অতিথি একুশে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিজিবি পরিচালক আমির মজিদ, এ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম। এছাড়া মঞ্চে ছিলেন, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, মায়ের ভাষা বাংলার জন্য যারা রাজপথে রক্ত দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। আর এই ভাষাকে সারা পৃথিবীতে আর্ন্তজাতিক ভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে, এটা আমাদের গর্ব। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালীর জাতির মাথা উঁচু করে বিশ্বের বুকে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছেন জাতিসংঘের মাধ্যমে আর্ন্তজাতিক মাতৃভাষার স্বীকৃতি নিয়ে। আজ পৃথিবীর ১৯৯টি দেশে একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হচ্ছে যেটা সারা বাংলার অহংকার ও গর্বের। যারা এ বাংলা ভাষাকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যাবেন। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিনির্মানে অনির্বাণ থিয়েটারের ভাষার মাসে প্রতি বছর এ আয়োজন প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সকলকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান তিনি। অনির্বাণ থিয়েটার সাংস্কৃতিক কর্মীদের একুশের গানে গানে মনোজ্ঞ কোরিওগ্রাফীর পরিবেশন করেন, আশরিকা জাহান জ্যোতি, শাহারিয়ার হোসেন, নাইচ, প্রভাত, নেহা, ঐশিসহ অনির্বাণ কর্মীরা। আবহাওয়া সংগীতে ছিলেন, ইসরাইল হোসেন টিটো, মিল্টন কুমার সাহা, আব্দুর রহমান ও স্বপনা খতুন। মেলার প্রথম দিনের প্রথমার্ধে সকাল ৮টায় প্রভাত ফেরি ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন, সকাল ১০টায় বর্ণলিখন প্রতিযোগিতা, বেলা সাড়ে ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠানের  দ্বিতীয়ার্ধে সন্ধ্যা ৭টায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত, নাট্যমেলার উদ্বোধন ও আলোচনা, সর্বশেষ বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযেগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ওপার বাংলার কলকাতার আরশীনগর এর মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে নাট্যমেলার প্রথম দিনের সমাপ্তি ঘোষনা করা।