দামুড়হুদা জুড়ানপুরে পাওয়ারটিলার করিমন ও মোটরসাইকেল ত্রি-মুখী সংঘর্ষ চালক শাহিন আশংকাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড: ২জনের পলায়ন
- আপলোড টাইম : ০৫:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭
- / ৩৬২ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: দামুড়হুদা জুড়ানপুর মোড়ে পাওয়ারটিলার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক শাহিন (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সাথে থাকা অপর দু’বন্ধু পালিয়ে বলে জানা গেছে। এদিকে শাহিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিসক রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছে। দূর্ঘটনার পর শাহিনের মোটরসাইকেলে থাকা ২জন আরোহী পালিয়ে যায়। তাদের খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকাল আনুমানিক ১১টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মোড়ে ব্রীজের নিকট এই দূর্ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার চিতলা ইউনিয়নের শওকত আলীর ছেলে শাহিন ও তার দু’বন্ধু মোটরসাইকেলযোগে ঘোরার উদেশ্যে দামুড়হুদা অভিমুখে রওনা হলে জুড়ানপুর মোড়ে সামনে থেকে আসা একটি পাওয়ারটিলা ও করিমনের সাথে মোটরসাইকেল ত্রি-মুখী সংঘর্ষ হয়। এতে শাহিন গুরুতর আহত হয় ও অপর দুই আরোহী সামান্য জখম হলেও শাহিনকে রেখে তারা পালিয়ে যায়। স্থানীয়রা শাহিনকে দ্রুত উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করালে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিসক রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। গতকালই শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।