মেহেরপুরে ভৈরব-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০২:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
- / ৫২০ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ভৈরব-এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন ভৈরব-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নুরুল আহমেদ, সাইদুর রহমান, ফজলুল হক সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সাজু, সহ-সাধারণ সম্পাদক মেহের আমজাদ, শহিদুল ইসলাম কানন, সাহিত্য সম্পাাদক মীনা পারভীন, নাট্য সম্পাদক আব্দুল মজিদ, প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, নির্বাহী সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মোমিনুল হক প্রমুখ। প্রস্তুতি সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের ১৭৩-তম সাহিত্য পত্রিকা “¯্রােত” প্রকাশ সহ প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয় । এছাড়াও সাহিত্য পত্রিকা “¯্রােত”এর জন্য স্থানীয় লেখকদের লেখা সংগঠনের সাধারণ সম্পাদক-এর কাছে আগামী এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।