ইপেপার । আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গাংনী ১৩ বছরের কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত অবসর প্রাপ্ত শিক্ষক সিদ্দিক পুলিশের হাতে আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • / ৩৪৮ বার পড়া হয়েছে

16839548_769148423238503_1748375577_nগাংনী ১৩ বছরের কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ
অভিযুক্ত অবসর প্রাপ্ত শিক্ষক সিদ্দিক পুলিশের হাতে আটক
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে ১৩ বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি আবু বক্কর সিদ্দিক (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠে কুল খাওয়ানোর প্রলোভন দিয়ে ওই কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করে। তবে তার চিৎকারে স্বজনরা ছুটে আসলে আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়। দুপুরের পর থেকে বিভিন্ন ভাবে চলে আপোষ-মিমাংসার পায়তারা। পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসে থানায়। গতকাল সোমবার দুপুরে হিন্দা গ্রামের বড় মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। এঘটনায় আটক সিদ্দিক ওই গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে ও সাবেক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। জানা গেছে, হিন্দা গ্রামের কামরুল ইসলাম ও সোদি প্রবাসী আশুরা খাতুনের কিশোরী মেয়ের (১৩) দিকে কু’নজর যায় ওই গ্রামের তফেল উদ্দীনের ছেলে সিদ্দিকের। কিশোরীর মা প্রবাসী হওয়ায় এবং বাবা কৃষি কাজে ব্যস্ত থাকায় প্রায় বাড়িতে একা অবস্থান করে ওই কিশোরী। এসুযোগে গতকাল দুপুরে বাড়িতে একা অবস্থান করছে বিষয়টি টের পেয়ে সে কোশুলে বাড়িতে ঢোকে। এবং তাকে কুল খাওয়ানোর প্রলোভন দিয়ে নানা ভাবে উত্যাক্ত করতে শুরু করে। এক পর্যায়ে তার শ্লীলতা হানির চেষ্টা করলে কিশোরী চিৎকার দেয়। এসময় বাড়ির পার্শ্ববর্তী তামাক ঘরে কাজ করতে থাকা তার দাদি রাশেদা ও চাচি নজিমন নেছা ছুটে আসে। এসময় অবস্থা বেগতিক দেখে আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়। এঘটনা এলাকায় প্রচার হলে হাজারো উৎসক জনতা ছুটে আসে বিষয়টি জানার জন্য। তবে কৌশুলে বিষয়টি আপোষ-মিমাংসার জন্য চেষ্ঠা করে ইউপি সদস্যসহ অনেকে। কিশোরীর দাদি রাশেদা বেগম জানান, ঘটনার সময়ে বাড়ির পার্শ্ববর্তী তামাক ঘরে কাজ করছিলেন এসময় আমার নাততি দাদী বলে চিৎকার দেয়। আমরা ছুটে এসে কিছু বুজার আগেই দেখি আবু বক্কর পালিয়ে যাচ্ছে। কিশোরী চাচি নজিমন নেছা বলেন, একটি ছোট শিশুর সাথে যে এমন নুংরা ঘটনা ঘটায় তার দৃষ্টান্ত মূলক বিচার হওয়া উচিৎ। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, শ্লীলতা হানির বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে। কিশোরী নিজেই যেহেতু ঘটনার বর্ণনা দিয়েছেন। তাই আটকৃত ব্যক্তিকে মামলাসহ আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে সোর্পদ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনী ১৩ বছরের কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত অবসর প্রাপ্ত শিক্ষক সিদ্দিক পুলিশের হাতে আটক

আপলোড টাইম : ০৪:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭

16839548_769148423238503_1748375577_nগাংনী ১৩ বছরের কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ
অভিযুক্ত অবসর প্রাপ্ত শিক্ষক সিদ্দিক পুলিশের হাতে আটক
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে ১৩ বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি আবু বক্কর সিদ্দিক (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠে কুল খাওয়ানোর প্রলোভন দিয়ে ওই কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করে। তবে তার চিৎকারে স্বজনরা ছুটে আসলে আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়। দুপুরের পর থেকে বিভিন্ন ভাবে চলে আপোষ-মিমাংসার পায়তারা। পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসে থানায়। গতকাল সোমবার দুপুরে হিন্দা গ্রামের বড় মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। এঘটনায় আটক সিদ্দিক ওই গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে ও সাবেক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। জানা গেছে, হিন্দা গ্রামের কামরুল ইসলাম ও সোদি প্রবাসী আশুরা খাতুনের কিশোরী মেয়ের (১৩) দিকে কু’নজর যায় ওই গ্রামের তফেল উদ্দীনের ছেলে সিদ্দিকের। কিশোরীর মা প্রবাসী হওয়ায় এবং বাবা কৃষি কাজে ব্যস্ত থাকায় প্রায় বাড়িতে একা অবস্থান করে ওই কিশোরী। এসুযোগে গতকাল দুপুরে বাড়িতে একা অবস্থান করছে বিষয়টি টের পেয়ে সে কোশুলে বাড়িতে ঢোকে। এবং তাকে কুল খাওয়ানোর প্রলোভন দিয়ে নানা ভাবে উত্যাক্ত করতে শুরু করে। এক পর্যায়ে তার শ্লীলতা হানির চেষ্টা করলে কিশোরী চিৎকার দেয়। এসময় বাড়ির পার্শ্ববর্তী তামাক ঘরে কাজ করতে থাকা তার দাদি রাশেদা ও চাচি নজিমন নেছা ছুটে আসে। এসময় অবস্থা বেগতিক দেখে আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়। এঘটনা এলাকায় প্রচার হলে হাজারো উৎসক জনতা ছুটে আসে বিষয়টি জানার জন্য। তবে কৌশুলে বিষয়টি আপোষ-মিমাংসার জন্য চেষ্ঠা করে ইউপি সদস্যসহ অনেকে। কিশোরীর দাদি রাশেদা বেগম জানান, ঘটনার সময়ে বাড়ির পার্শ্ববর্তী তামাক ঘরে কাজ করছিলেন এসময় আমার নাততি দাদী বলে চিৎকার দেয়। আমরা ছুটে এসে কিছু বুজার আগেই দেখি আবু বক্কর পালিয়ে যাচ্ছে। কিশোরী চাচি নজিমন নেছা বলেন, একটি ছোট শিশুর সাথে যে এমন নুংরা ঘটনা ঘটায় তার দৃষ্টান্ত মূলক বিচার হওয়া উচিৎ। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, শ্লীলতা হানির বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে। কিশোরী নিজেই যেহেতু ঘটনার বর্ণনা দিয়েছেন। তাই আটকৃত ব্যক্তিকে মামলাসহ আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে সোর্পদ করা হবে।