কৃষকলীগ দেশ ও জাতীর স্বার্থে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে
- আপলোড টাইম : ০৩:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
- / ৩৮৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় পৃথক ৩টি পথ সভায় কৃষকলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু
কৃষকলীগ দেশ ও জাতীর স্বার্থে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে
আলমডাঙ্গা অফিস: গতকাল বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের খেজুরতলা, আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি বাজার ও খাসকররা ইউনিয়নের খাসকররা বাজারে কৃষকলীগের সাংগঠনিক সফর হিসেবে পৃথক ৩টি স্থানে পথ সভা করেছেন। পথ সভায় তিনি বলেন, কৃষকলীগ দেশ ও জাতীর স্বার্থে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে। কৃষককে বাঁচান, দেশ বাঁচবে। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, কৃষকদের সাথে নিয়ে সংগঠনের কাজ জোরদার করেতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খন্দকার বজলুল করিম, জেলা কৃষকলীগের সমাজকল্যাণ, কৃষি ও পূনর্বাসন সম্পাদক খন্দকার শাহ আলম মন্টু, সহ-সভাপতি মহন মিয়া, দপ্তর সম্পাদক সাহাবুল হক, প্রচার সম্পাদক প্রভাষক একেএম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক সহকারি অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, সাংগঠনিক সম্পাদক আজিবার রহমান, নাগদাহ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মনিরুজ্জামান, জামাল, খাসকররা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক নিজাম উদ্দীন, আইলহাস ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাতেম আলী, সাধারন সম্পাদক পান্না বিশ^াসসহ ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।