চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মামলার রায় বুধবার
- আপলোড টাইম : ০৪:১৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
- / ৪২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিছালক তারেক মাসুদ ও সিনিয়র সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনাল মামলার রায় আগামী বুধবার। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার রায়ের দিন নির্ধারণী হয়। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের দৃশ্যায়নের স্থান দেখে মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তাঁদের সহকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই মাইক্রোবাসে থাকা কয়েকজন। এ ঘটনায় ওই দিন ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে বাসচালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন। মামলায় ৩৯ জনকে সাক্ষী করা হয়। এর মধ্যে আদালত ২৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আফছার”ল ইসলাম ও আসামিপক্ষে আইনজীবী মাধব সাহা মামলাটি পরিচালনা করেন। এপিপি আফছার”ল ইসলাম জানান, ১৪ ফেব্র”য়ারি রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আজ রোববার দুই পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করে। যুক্তিতর্ক শোনার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আগামী বুধবার (২২ ফেব্র”য়ারি) মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। এ সময় মামলার একমাত্র আসামি বাসচালক চুয়াডাঙ্গা শহরের সন্নিকটে আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড়ের বাসিন্দা জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে জামিনে আছেন।