শিরোনাম:
মদনা ইউনিয়নের বড়বলদিয়ায় বসতভিটা জমি পূর্ব শত্রুতার জেরধরে ঘরে অগ্নিসংযোগসহ নগ্ন হামলা : হাসপাতালে ভর্তি : ১
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
- / ৩৩৯ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিমপাড়ার বিল্লালকেকে ব্যাপক মারধরসহ তার বাড়ীতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, বড়বলদিয়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে বিল্লালের সাথে চান্দু আলীর ছেলে দেলোয়ার হোসেনের সাথে বসতভিটা জমিকে কেন্দ্র করে শত্রুতা চলে আসছে। গত মঙ্গলবার পূর্ব শত্রুতার জেরে বিল্লালের উপর হামলা চালায় দেলোয়ার ও তার ছেলে। বর্তমানে বিল্লাল দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে বিল্লালের ঘরে অগ্নিসংযোগ করে অভিযুক্ত দেলোয়ার বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে দেলোয়ারের পরিবারের সাথে কথা বললে তিনি জমি নিয়ে দীর্ঘদিনের ঝামেলার কথা ও মারামারির ঘটনা স্বীকার করেন। কিন্তু অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানেন না বলে জানান।
ট্যাগ :