মেহেরপুর অফিস:
মেহেরপুরের একটি মিষ্টির দোকানে ক্রেতা সেজে অভিনব কৌশলে এক প্রতারক ২৩ হাজার ৫ শ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজারের ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে এ ঘটনা ঘটে। ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দুলাল চন্দ্র শাহা বলেন, ‘দুপুরে আমি দোকানের কর্মচারীকে রেখে বাড়িতে গিয়েছিলাম। দোকানে ছিল মাজমা নামের কর্মচারী। এ সময় ২৮-৩০ বছর বয়সের এক যুবক দোকানে প্রবেশ করে বিভিন্ন মিষ্টি দেখতে থাকেন এবং মিষ্টি কেনার নাম করে ওই প্রতারক দোকানের কর্মচারীকে ব্যতিব্যস্ত করে রাখার একপর্যায়ে সুযোগ বুঝে ক্যাশ বাক্সে থাকা ২৩ হাজার ৫ শ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।