চুয়াডাঙ্গায় চৌধুরী স্পোর্টিং ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৩৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
- / ৩২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চৌধুরী স্পোর্টিং ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার শ্যাকরাতলা মোড়ে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও কলাকুশলীরা সঙ্গীত, নৃত্য ও কৌতুক পরিবেশন করেন।
চুয়াডাঙ্গা চৌধুরী স্পোর্টিং ক্লাবের আয়োজনে গতকাল সন্ধ্যায় পৌর এলাকার শ্যাকরাতলা মোড়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নেফাউর রহমান ডেভিডের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন ডা. আফছার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবর”ল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফার”ক জোয়ার্দ্দার, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, জেলা যুবলীগের সাবেক সদস্য মতিয়ার রহমান মতি, রাকিবুল ইসলাম রাকু, ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোরসহ বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। কন্ঠশিল্পী জেমস খ্যাত শিল্পি পলাশ, সাগর বাউল, রিপা, বিপাশা, জুয়েল, শোভা, তরিকুল, পুলিশ সদস্য এমকে সজল, শিশু শিল্পী তৃপ্তিসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন কন্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত। অনুষ্ঠানের পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি।