জীবননগর আনসার বাড়িয়া রেললাইনের পাশ থেকে অপরিচিত এক মহিলার মৃত দেহ উদ্ধার ঃ এলাকাবাসী আতস্কে
- আপলোড টাইম : ০৯:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
- / ৫৩৬ বার পড়া হয়েছে
ঘটনাস্থল থেকে ফিরে জাহিদ বাবু: জীবননগর আনসারবাড়িয়া থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেলস্টেশনের পার্শ্ববর্তী মাঠ থেকে অজ্ঞাত (৩৫) নারীর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুুপুরে গ্রামবাসীরা মাঠের ভেতর এক মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় দুর্বৃত্তরারা ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে। এই সংবাদ লেখা পর্যন্ত জীবননগর থানায় একটি হত্যা মামলা র”জুর প্রক্রিয়া চলছিলো। রেললাইনের পাশে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসী হতবাক হয়েছে। অজ্ঞাত নারীর মৃতদেহ উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা যায়।