দর্শনা অনির্বাণ থিয়েটার, গণউন্নয়ন গ্রন্থাগার ও রামাযুষের আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণ : ঘুড়ি উৎসব ও আবৃত্তি সন্ধ্যা
- আপলোড টাইম : ০৫:৫৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
- / ৪৩২ বার পড়া হয়েছে
আওয়াল হোসেন/সাজ্জাদ হোসেন: আগুন রাঙা ফাগুনে ঋতুরাজ বসন্তকে বরণ করতে গতকাল দিনব্যাপী দর্শনায় অনুষ্ঠিত হলো ‘বসন্ত উৎসব’। দর্শনার তিন শীর্ষ সংগঠন রামনগর মাথাভাঙ্গা যুব সংঘ, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগার ও অনির্বাণ থিয়েটার এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বসন্ত উৎসব’ সত্যিকার অর্থেই বর্ণিল হয়ে উঠে সাধারণ মানুষের অংশগ্রহণে। বিকাল তিনটায় মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঐহিত্যবাহী ‘ঘুড়ি উৎসব’ এর মধ্যদিয়ে শুরু হয় মূল আয়োজন। আয়োজনের শুরুতেই আয়োজক সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, রামাযুসের সভাপতি ফয়সাল আহমেদ, আজীবন সদস্য মনিরুজ্জামান মান্নান এবং অনির্বাণ থিয়েটারের সদস্য মোঃ হাসমত কবির। এ সময় মাথার উপর খোলা আকাশ হয়ে উঠে রঙ-বেরঙের ঘুড়ির হাট। সাথে উৎসব মঞ্চে বসন্তের নৃত্য-গান। সন্ধ্যায় অনির্বাণ মঞ্চে ওপার বাংলার প্রখ্যাত বাচিক শিল্পী সৌমিত্র ঘোষ এর পরিবেশনায় ‘আবৃত্তি সন্ধ্যা’। মূহুর্মূহু করতালির মধ্যদিয়ে প্রায় টানা দেড় ঘন্টাব্যাপি তিনি একে একে পরিবেশন করেন ২৬ টি কবিতা। এসময় তাঁকে সংগত করবেন আবহ শিল্পী শান্তনু বন্দোপাধ্যায়। আয়োজনের সমাপনি মঞ্চে উপস্থিত থেকে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন ‘ভাষার মাসে বসন্ত উৎসব ও ভাষা দিবস যেন একই বৃন্তে দুটি ফুল। আমাদের ভাষার গৌরবকে আরও রাঙিয়ে দিতে আয়োজক সংগঠন সমুহের এমন উৎসব আয়োজন আমাদেরকে আশান্বিত করছে ছয়টি ঋতুর অন্য ঋতু উৎসবগুলোও উপহার হিসেবে পাবার’। এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, অনির্বাণ থিয়েটারের নির্বাহী সদস্য বদরুল আলম ফিট্টু, সংস্কৃতিসেবী গোলাম ফারুক আরিফ ও আজিজুর রহমান বাবু। আবৃত্তি অনুষ্ঠান শেষে দৈনিক সময়রে সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন আবৃত্তিকার সৌমিত্রের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া গোলাম ফারুক আরিফ শান্তনু বন্দ্যোপাধ্যায় এর হাতে পুরুস্কার তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন অনির্বাণ থিয়েটারের সদস্য সাজ্জাদ হোসেন।