ইপেপার । আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২বাংলাদেশী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
  • / ৩৫০ বার পড়া হয়েছে

Chuadanga bgb attok news pic-13-02-13

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেসের সময় ২জন বাংলাদেশী নাগরীক আটক করেছে বিজিবি।  আটককৃতরা হলো, মাগুরা জেলার শালিখা থানার ধাওয়াসীবা গ্রামের সুনীল বিশ্বাসের (মুক্তিযোদ্ধা) ছেলে কিশোর বিশ্বাস (৩৫) ও মাগুরা সদর উপজেলার হাঁসবা গ্রামের শ্রী শান্তিরামের ছেলে শ্রী পংকজ শীল।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল আমির মজিদ জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে গতকাল সোমবার দুপুর ২ টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯২/৭-আর মেইন পিলার হতে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যান্তরে মুন্সিপুর সরদারপাড়ার মৃত. বক্স মল্লিরেক ছেলে হিসাব মল্লিকের (৩৮) বাড়ী হতে কিশোর বিশ্বাস (৩৫) ও শ্রী পংকজ শীলকে (৩২) আটক করা হয়।
একইদিন বেলা ৩ টার দিকে আটককৃত ২ জনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে আসামী করে বিজিবি নায়েক সরোয়ার হোসেন বাদী হয়ে বাড়ি মালিক হিসাব মল্লিককে পলাতক আসামী করে ৩ জনের বিরুদ্ধো মামলা দায়ের করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২বাংলাদেশী আটক

আপলোড টাইম : ০৫:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

Chuadanga bgb attok news pic-13-02-13

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেসের সময় ২জন বাংলাদেশী নাগরীক আটক করেছে বিজিবি।  আটককৃতরা হলো, মাগুরা জেলার শালিখা থানার ধাওয়াসীবা গ্রামের সুনীল বিশ্বাসের (মুক্তিযোদ্ধা) ছেলে কিশোর বিশ্বাস (৩৫) ও মাগুরা সদর উপজেলার হাঁসবা গ্রামের শ্রী শান্তিরামের ছেলে শ্রী পংকজ শীল।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল আমির মজিদ জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে গতকাল সোমবার দুপুর ২ টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯২/৭-আর মেইন পিলার হতে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যান্তরে মুন্সিপুর সরদারপাড়ার মৃত. বক্স মল্লিরেক ছেলে হিসাব মল্লিকের (৩৮) বাড়ী হতে কিশোর বিশ্বাস (৩৫) ও শ্রী পংকজ শীলকে (৩২) আটক করা হয়।
একইদিন বেলা ৩ টার দিকে আটককৃত ২ জনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে আসামী করে বিজিবি নায়েক সরোয়ার হোসেন বাদী হয়ে বাড়ি মালিক হিসাব মল্লিককে পলাতক আসামী করে ৩ জনের বিরুদ্ধো মামলা দায়ের করেছে।