চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২
- আপলোড টাইম : ০৩:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
- / ৩৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার নায়েক মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের পাকা রাস্তার বাঁশঝাড়ের নিকট হতে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরের গাজী আফতাব আলীর ছেলে মো. রফিক (৪০) ও একই উপজেলার মুখার্জীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো মাসুদ রানা (৪০) কে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালসহ আসামীদেরকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করতঃ নায়েক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এদিকে গতরাত আনুমানিক ০৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. আমান উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার শিবনগর গ্রামের ডিসি ইকো পার্ক আমবাগান নামক স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ৭৯৮ টি ইয়াবা ট্যাবলেট এবং ০৪ বোতল মদ আটক করতে সক্ষম হয়। অপরদিকে, গতরাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের মাঠ হতে ১২০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। অন্যদিকে, রবিবার ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের মাঠ হতে ৫০ বোতল মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে ও মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।