ঝিনাইদহের শিশু মুগ্ধকে বাঁচাতে এগিয়ে আসুন
- আপলোড টাইম : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭
- / ৩৭৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারলে শিশু মুবতাসিব শাহরিয়ার মুগ্ধর জীবন বাঁচবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন আশ্বাসে আশায় বুক বাঁধলেও চিকিৎসার সামর্থ নেই মুগ্ধের বাবা শওকত আলীর। তাই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে দাড়িয়ে তিনি বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। ঝিনাইদহ প্রেসক্লাবে পাঠানো এক লিখিত আবেদনে স্বল্প বেতনে চাকরী করা মুগ্ধের বাবা শওকত আলীর অসহায়াত্ব ফুটে উঠেছে। তিনি জানিয়েছেন, তার শিশু সন্তান মুবতাসিব শাহরিয়ার মুগ্ধ ঝিনাইদহ শহরের পিটিআই পরীক্ষন বিদ্যায়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। দীর্ঘদিন ধরে মুবতাসিব শাহরিয়ার মুগ্ধ দুরারোগ্য “প্রাইমারি ইমুনোডিফিয়েন্সি/এক্স লিংকড আগামাগ্লোবুলাইনামিয়া” রোগে আক্রান্ত। এই রোগের ফলে ফুলের মতো নিষ্পাপ চেহারার মুবতাসিব শাহরিয়ার মুগ্ধের হাত পয়ের জয়েন্টসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গ অকেজো হয়ে যাচ্ছে। সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের সহায়তা তিনি এ পর্যন্ত ছেলের চিকিৎসা চালিয়ে আসছেন। তাছাড়া বেতনের টাকা ও সহায় সম্পাদ বিক্রি করে তিনি আজ নিঃস্ব ও রিক্ত। ভারতের খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. বিক্রম ম্যাথিউস তাদের জানিয়েছেন, প্রতি চার সপ্তায় একটি ৫ গ্রাম আইভিআইজি ইনজেকশন ও সাথে ৩টি ট্যাবলেট নিয়মিত সেবন করলে মুবতাসিব শাহরিয়ার মুগ্ধ’র জীবন বাঁচতে পারে। কিন্তু এই ইনজেকশন ব্যায় বহুল হওয়ায় মুগ্ধের বাবা শওকত আলী আর কিনতে পারছেন না। তিনি ঝিনাইদহ পিটিআইয়ের সহকারী লাইব্রেরিয়ান পদে কর্মরত। পাবনা জেলার নাজিরগঞ্জের মোহনপুর গ্রামে তাদের বাড়ি। চাকরী সুত্রে তারা ঝিনাইদহে বসবাস করছেন। শওকত আলী জানান, প্রতিটি ইনজেকশন কিনতে লাগছে প্রায় সাড়ে ৩৫ হাজার টাকা। এ ভাবে এক বছর চিকিৎসা করাতে মুগ্ধের জন্য প্রয়োজন চার লাখ ২৬ হাজার টাকা। কোন সহৃদয়বান ব্যক্তি মুবতাসিব শাহরিয়ার মুগ্ধ’র চিকিৎসা সহায়তা দিতে চাইলে শওকত আলী, সঞ্চয়ী হিসাব নং ০০২১৩৭১৮১, সোনালী ব্যাংক, ঝিনাইদহ শাখা অথবা ০১৭২১-৪৭৫৭৭৫ বিকাশ নাম্বারে অর্থ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।