আলমডাঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় সংসদের মাননীয় হুইপ সোনায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- আপলোড টাইম : ০৭:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
- / ৩৪৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় সংসদের মাননীয় হুইপ সোনায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র রোগমুক্তি কামনায় গতকাল সকাল ১০টায় কলেজ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডিগ্রী কলেজ পরিচালনা পরর্ষদের সদস্য আওরঙ্গজেব মোল্লা টিপু, খ. হামিদুল ইসলাম আজম, মজিবার রহমান, শাহ আলম, ইলিয়াস আহমেদ সিদ্দিকী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ আবু হাসান বাচ্চু, শিক্ষক প্রতিনিধি আলম হোসেন, মহিতুর রহমান, শরিয়ত উল্লাহ, আবুল কাশেম, সহকারি অধ্যাপক ড. মাহবুবুল আলম, আলম হোসেন, শেখ শফিউজ্জামান, গোলাম সরোয়ার, আব্দুল মোনায়েম, সৈয়দ আল মামুন রেজা, খ. ইকবাল হাসান, সাইদুর রহমান, প্রভাষক শরিয়ত উল্লাহ, খলিলুর রহমান, তাপস রশীদ, মাহবুব আলম, মনিরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, তাছলিমা খাতুন, রাহাত আরা, জেনমিন আরা খানম, রেজিয়া সুলতানা টুম্পা, খাইরুন নেছা, শারমিন আরা, সুলতানা রাজিয়া, দিলরুবা শিরিন, মালেকা পারভীন, রাশিদুল কবীর, আব্দুস সেলিম, সোলাম সরোয়ার মিঠু, আব্দুস সালাম, আমিরুল ইসলাম জয়, মহাসীন আলী, জেসমিন আরা, শামীম হোসেন, আব্দুল মালেক, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারন সম্পাদক সেলিম রেজা তপন, যুগ্ম সাধারন সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা ইছানুর, রুবেল, রকি, টিটন, আটল, সজীব, রনি, হাসান, সজীব-২, চানমিয়া, সাফির, জসিম, আকাশ, বিপুল, কাজল, শাহীন, লিখন, নিপু, বাজির, চঞ্চল প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও আলমডাঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা জামে মসজিদের ইমাম মওলানা আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ারদ্দার ছেলুন এমপি শারীরিক চিকিৎসারর জন্য ভারতের চেন্নাই এর গঙ্গারাম হাসপাতালের চিকিৎসাধীন আছেন।