সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় ২০ জন
- আপলোড টাইম : ১২:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
- / ৩৯০ বার পড়া হয়েছে
সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় ২০ জন
নতুন নির্বাচন কমিশন গঠনে আ.লীগ-বিএনপিসহ ২৭ দলের চিঠি
সমীকরণ ডেস্ক: নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া ১২৫টি নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত একটি তালিকা করেছে। মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে ইসি গঠনের জন্য সার্চ কমিটির কাছে ২৭টি রাজনৈতিক দল নাম জমা দেয়। বিকাল ৪টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নামগুলো ছয় সদস্যের সার্চ কমিটির কাছে দেয়া হয়। পরে কমিটির সদস্যরা এই নামগুলো যাচাই-বাছাই করতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে ১২৫টি নাম জমা দিয়েছে। কমিটির সদস্যরা আলোচনা শেষে এসব নাম থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছেন। তবে রাজনৈতিক দলগুলোর জমা দেয়া নামগুলো প্রকাশ করা হবে না বলেও জানান তিনি। কোন দিক বিবেচনা করে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের তালিকা করা হয়েছে। রাজনৈতিক দলের নামগুলোর মধ্যে সামঞ্জস্য রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর নাম পবিত্র আমানত। তাই নামগুলো তারা প্রকাশ করবেন না। কমিটির ছয়জন সদস্য আবার বসবেন। সার্চ কমিটির সদস্যরা নিজেদের অনেক নামও এখানে যুক্ত করতে পারবেন। উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর দেয়া নাম থেকেই যে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এর আগে সার্চ কমিটি ৩১টি রাজনৈতিক দলের কাছে নাম চেয়ে চিঠি পাঠায়। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ ২৫টি দল পাঁচটি করে নাম জমা দেয়। দুটি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (রব) চিঠি দিয়ে নাম না দেয়ার কারণ উল্লেখ করেছে। আর নাম বা কোনো চিঠি দেয়নি এমন চারটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণফোরাম।
চিঠি দেয়া দলগুলো হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাসদ (আম্বিয়া), বাসদ, গণতন্ত্রী পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও জাকের পার্টি।
আওয়ামী লীগের তালিকা: এদিকে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে নির্বাচন কমিশনের জন্য অন্যান্য দলের মতো পাঁচজনের নাম দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দলের পক্ষ থেকে নামের তালিকা জমা দেন দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে নাম জমা দিলেও দলীয় সূত্রে জানা গেছে এই তালিকায় কাদের নাম রয়েছে। একটি সূত্র জানায়, আওয়ামী লীগের তালিকায় রয়েছেন সাবেক সিনিয়র সচিব ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম ও শেখ ওয়াহিদুজ্জামান, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদেকা হালিম।
বিএনপি ও জোটের তালিকা: অন্যদিকে, বিএনপি ও ২০ দলীয় জোটের শরিক ছয়টি দল সার্চ কমিটিতে পাঁচটি করে নাম প্রস্তাব করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ১৩ দফা সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে তালিকা দিয়েছে বিএনপি। বিএনপির দেয়া নামগুলোর সঙ্গে অন্য ছয়টি দলের নামের সঙ্গে কিছুটা মিল রয়েছে। কমপক্ষে দুটি অথবা তিনটি নাম অভিন্ন রেখে তালিকা জমা দিয়েছে প্রতিটি দল।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির তালিকায় আছেন; সাবেক সচিব এম আসাফ-উদ-দৌলা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। বিএনপির তালিকার সঙ্গে দুই-তিনটি নাম অভিন্ন রেখে শরিক অন্য ছয়টি দল পৃথকভাবে যাদের নাম দিয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব সাদত হুসাইন, সাবেক আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক আইজিপি আজিজুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এজেএম ফজলুর রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী। এই ছয়টি দল হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিশ, বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের প্রস্তাবের পাঁচজনের নাম প্রকাশ করেছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ বলেন, তাদের প্রস্তাবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক পিএসসি চেয়ারম্যান ড. সাদত হুসাইন, বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইনের নাম রয়েছে। গণফ্রন্ট চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, তার দলের পক্ষ থেকে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম, সাবেক গভর্নর খোরশেদ আলম, সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ও এনবিআরের সাবেক সদস্য রাহেলা চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে। আর বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়ারম্যান শাহ আতাউল্লাহ ইবনে হাফিজী জানিয়েছেন, ইসি গঠনের জন?্য সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সচিব এএমএম রেজায়ে রাব্বী, সাবেক জ্যেষ্ঠ জেলা জজ ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সাবেক সদস্য আবদুল গফুর, চট্টগ্রামের ওমরগণি এমইএস পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যাপক মওলানা আ ফ ম খালিদ হোসেন ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি হামিদুল হকের প্রস্তাব করেছেন তারা।