ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গাংনীতে শ্বশুর-শ্বাশুড়ীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • / ৩৫৮ বার পড়া হয়েছে

fghfg

গাংনী অফিস: গাংনীতে শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে পুত্রবধূ লিপিআরা খাতুন (২১) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে লিপিয়ারার পরিবারসহ প্রতিবেশীদের মাঝে। এটা হত্যা না আত্মহত্যা এনিয়েও নানা গুঞ্জন উঠেছে। তবে শ্বশুর-শ্বাশুরীর দাবি অভিমান করে আত্মহত্যা করেছে। লিপিআরা খাতুন রামদেবপুর গ্রামের প্রবাসী মাহফুজ আলীর স্ত্রী ও দেবীপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে। ঘটনার পর পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  জানা গেছে, বছর খানেক আগে দেবীপুর (ভিটাপাড়া) গ্রামের আক্কাছ আলীর মেয়ে লিপিয়ারার সাথে একই উপজেলার রামদেবপুরের আশরাফুল ইসলামের ছেলে বর্তমানে প্রবাসী মাহফুজ আলীর বিয়ে হয়। লিপিআরা খাতুনের পিতা আক্কাস আলী জানান, বিয়ের পর থেকে তার মেয়ে ভালোই ছিলো। জামাই বিদেশ যাওয়ার পর থেকে শ্বশুর-শ্বাশুরী শুরু করে নির্মম অত্যাচার ও নির্যাতন। ঘটনার দিন দুপুরের দিকে লিপিআরা খাতুন কে হত্যা করে ঘরের আড়া’র সাথে ঝুলিয়ে রাখে। হত্যাকান্ড ঘটনা কে আড়াল করতে আত্মহত্যা বলে প্রচার শুরু করেছে লিপিআরা’র শশুর ও শাশুড়ী। তিনি আরো জানান, জামাতা বর্তমানে বাহরাইনে প্রবাস জীবনযাপন করছে।৩-৪ মাস আগে জামাতা বিদেশে যায়। গত সোমবার লিপিআরা’র মা  হোসনেয়ারা মেয়েকে আনতে গেলে তাকে অপমান করে দেয়। শ্বশুর-শ্বাশুরী পরিবারের সদস্যরা জানান লিপিআরা নিজেই আত্মহত্যা করেছে। আমরা তাকে হত্যা বা মারধর করিনি। পরিবারের লোকজন মেয়ের হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবী তুলে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আত্মহত্যা না কি হত্যাকান্ড ময়না তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে শ্বশুর-শ্বাশুড়ীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

আপলোড টাইম : ১২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭

fghfg

গাংনী অফিস: গাংনীতে শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে পুত্রবধূ লিপিআরা খাতুন (২১) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে লিপিয়ারার পরিবারসহ প্রতিবেশীদের মাঝে। এটা হত্যা না আত্মহত্যা এনিয়েও নানা গুঞ্জন উঠেছে। তবে শ্বশুর-শ্বাশুরীর দাবি অভিমান করে আত্মহত্যা করেছে। লিপিআরা খাতুন রামদেবপুর গ্রামের প্রবাসী মাহফুজ আলীর স্ত্রী ও দেবীপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে। ঘটনার পর পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  জানা গেছে, বছর খানেক আগে দেবীপুর (ভিটাপাড়া) গ্রামের আক্কাছ আলীর মেয়ে লিপিয়ারার সাথে একই উপজেলার রামদেবপুরের আশরাফুল ইসলামের ছেলে বর্তমানে প্রবাসী মাহফুজ আলীর বিয়ে হয়। লিপিআরা খাতুনের পিতা আক্কাস আলী জানান, বিয়ের পর থেকে তার মেয়ে ভালোই ছিলো। জামাই বিদেশ যাওয়ার পর থেকে শ্বশুর-শ্বাশুরী শুরু করে নির্মম অত্যাচার ও নির্যাতন। ঘটনার দিন দুপুরের দিকে লিপিআরা খাতুন কে হত্যা করে ঘরের আড়া’র সাথে ঝুলিয়ে রাখে। হত্যাকান্ড ঘটনা কে আড়াল করতে আত্মহত্যা বলে প্রচার শুরু করেছে লিপিআরা’র শশুর ও শাশুড়ী। তিনি আরো জানান, জামাতা বর্তমানে বাহরাইনে প্রবাস জীবনযাপন করছে।৩-৪ মাস আগে জামাতা বিদেশে যায়। গত সোমবার লিপিআরা’র মা  হোসনেয়ারা মেয়েকে আনতে গেলে তাকে অপমান করে দেয়। শ্বশুর-শ্বাশুরী পরিবারের সদস্যরা জানান লিপিআরা নিজেই আত্মহত্যা করেছে। আমরা তাকে হত্যা বা মারধর করিনি। পরিবারের লোকজন মেয়ের হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবী তুলে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আত্মহত্যা না কি হত্যাকান্ড ময়না তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে।