চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে মাদক বিরোধী প্রচারণা সভা
- আপলোড টাইম : ০১:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭
- / ৯৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: মাদক বিরোধী বিশেষ অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে পৌর ডিগ্রি কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে পৌর কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। কলেজের সহকারী অধ্যাপক শেখ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী আলমগীর হান্নান, জেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমানসহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে বর্ণনা দিয়ে মাদক হতে সকলকে বিরত থাকার আহব্বান জানান।