কার্পাসডাঙ্গার ৬ প্রতিবন্ধীর পরিচয়পত্র থাকলেও মেলেনি ভাতা কার্ড সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগীরা
- আপলোড টাইম : ০১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭
- / ১১১৪ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার ৬ প্রতিবন্ধী ব্যাক্তির গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রাণালয় কৃতক প্রতিবন্ধী ব্যাক্তির পরিচয় পত্র (সুবর্ণ নাগরিক) থাকলেও মেলেনি প্রতিবন্ধী ভাতা কার্ড। জানা গেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের পুটিবালা মন্ডল মাতা: মৃত হেনি মন্ডল, পিতা: মৃত নিরঞ্জন মন্ডল প্রতিবন্ধীর ধরন, দৃষ্টি প্রতিবন্ধী আইডি নম্বর: ১৯৪৪১৮১৩১৫৯৪২৩২৩৮-৪। নায়েব আলী, মাতা: মৃত নিয়ারন খাতুন, পিতা: মো: নুর বখশো প্রতিবন্ধীর ধরন: শারীরিক প্রতিবন্ধী, আইডি নম্বর: ১৯৬৭১৮১৩১৫৯৪২৩১৩৯-২। গাবু মন্ডল, মাতা: মৃত নিলাবতী মন্ডল, পিতা: মৃত নরেশ মন্ডল, প্রতিবন্ধিতার ধরন: শারীরিক প্রতিবন্ধীতা, আইডি নম্বর:১৯৬৩১৮১৩১৫৯৪২৩২১৯-০২। মো: খাব্বার হোসেন, মাতা, মোছা: জান্নাতুয়ারা, পিতা: মো: শহিদুল ইসলাম, প্রতিবন্ধীতার ধরন: সেরিব্রালপালসি, আইডি নম্বর: ২০০৫১৮১৩১৫৯০৪০৮৭৯-১০। মো: বিল¬াল হোসেন, মাতা: মোছা: শিল্পি খাতুন, পিতা: মো: মোনতাজ আলী, প্রতিবন্ধীতার ধরন: সেরিব্রালপালসি, আইডি নম্বর: ২০১১১৮১৩১৫৯১০০৯১০-১০। কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ার মোছা: কদবানু খাতুন, মাতা মৃত আমিরন নেছা, স্বামী: মো: শুকুর আলী, প্রতিবন্ধীতার ধরন: শারীরিক প্রতিবন্ধী আইডি নম্বর: ১৯৬৭১৮১৩১৫৯৪১২৮৮৬-০২। উপরোক্ত তালিকার সকলে ১৫-৬-১৬ ইং সালে কার্ড ইস্যু হয়েছে। তবে তারা আজ দীর্ঘদিন যাবত প্রতিবন্ধী অবস্থায় দিন অসহায় দিন যাপন করছে। মেম্বর চেয়ারম্যানসহ বিভিন্ন নেতাদের কাছে বারবার ধর্না দিয়েও ভাগ্য জোটেনি প্রতিবন্ধী ভাতা কার্ড। তাদের প্রতিবন্ধী ভাতা কার্ডের ব্যবস্থা করতে কার্পাসডাঙ্গা ইউপির চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, উপজেলা সমাজ সেবা অফিসার, জেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগীরাসহ সচেতন মহল। এ বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার সানোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান অনন্যবারের তুলনায় এবার প্রতিবন্ধী ভাতা কার্ড কম এসেছে আমরা চেয়ারম্যানদের জানিয়েছি সেখানে কমিটি আছে তিনারা তালিকায় নাম দিলে ভাতা কার্ড হয়ে যাবে।