গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ মাদকব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
- আপলোড টাইম : ০২:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
- / ৩৪৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০ মাদকব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১০টার সময় আলমডাঙ্গা রেল ষ্টেশনে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে প্রায় ৬ কেজি গাঁজাসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানাগেছে, আলমডাঙ্গা রেলষ্টেশনে বিভিন্ন এলাকা থেকে এসে পাইকারী ও খুচরা মাদক দ্রব্য গাঁজা বিক্রয় করে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি রাসেল, এসআই জিয়াউর রহমান, এসআই কামরুজ্জামান, এএসআই রোকনুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা রেলষ্টেশনে মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে আলমডাঙ্গা গোবিন্দপুর মন্ডলপাড়ার আবুল হোসেনের ছেলে আব্দুল মান্নান(২৬), একই গ্রামের হবিবার সর্দ্দারের ছেলে আজম(৩৫), চুয়াডাঙ্গা বেলগাছী মৃত সিরাজুল ইসলামের ছেলে জুবায়ের (৩৫), আলমডাঙ্গা কোর্টপাড়ার সফি মোল্লার ছেলে রিয়াজ উদ্দিন মামুন(৩০), কুষ্টিয়া জগতির খবির উদ্দিনের ছেলে আজাদ(৩৫), একই গ্রামের ফকির শেখের ছেলে শামিম(৩৫), মৃত মফিজ শেখের ছেলে রুবেল(২৫), আলমডাঙ্গা উপজেলা নান্দবারের মুনতাজ আলীর ছেলে রবিউল ইসলাম(৩৫) মিরপুর পোড়াদাহর আব্দুল মজিদ ওরফে মজিবরের ছেলে টুটুল, উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে রুবেল(২৫)কে গাঁজা বিক্রয় কালে আটক করে। আটকের পর রিয়াজ উদ্দিন মামুনের নিকট থেকে ১ কেজি এবং বাকি ৯ জনের নিকট থেকে ৪শ ৫শ গ্রাম করে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে। পরে রেলষ্টেশনে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রিয়াজ উদ্দিন মামুনকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও বাকি ৯জনকে ৬মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে ফেলা হয়। গতকালই তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।