চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০২:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
- / ৪১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহামানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্র কর্মসূচীর অংশ হিসাবে চুয়াডাঙ্গা, ঝিনাইদহে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আমাদের শহর প্রতিনিধি জানিয়েছে, গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেফতার পরোয়ানার প্রতিবাদে চুয়াডাঙ্গার জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বিকাল ৪.৩০ মিনিটের সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্তর হইতে বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা শহরের প্রধান শহর বের হয়ে কোর্ট মোড়ে পৌছালে পুলিশের বাধায় মিছিলটি বাধা গ্রস্থ হয়। পরে সাহিত্য পরিশোধের চত্তরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় জেলা যুব দলের সদস্য সাবেক জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সাদিদ এর সভাপতিত্বের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোকারম হোসেন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা যুব দলের সদস্য ও সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশাদুল হক বটুল, জেলা যুব দলের সদস্য মনিরুজ্জামান লিপ্টন, যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, যুবদল নেতা ও থানা যুবদলের সাবেক আহবায়ক একরামুল হক ইকরা, উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মহিলাদলের নেত্রী জাহানারা পারভীন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমানে বিনা ভোটের সরকারের অত্যাচার ও নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতৃত্বকে শূন্য করতে পারবে না। সকল অত্যাচার-নির্যাতন ও অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে। তারন্নের অহংকার আগামীর বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইয়াসিন হাসান কাকন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি কুদ্দুস মহলদার ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ইউসুপ আলী, মতিয়ার আলী, রহমান, ৫ নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক লাল মোহাম্মদ, আনিসুল হক বিষু, আব্দুল হান্নান, শাহাজালাল, আব্দুর রাজ্জাক, জালাল উদ্দিন জালাল, জেলা যুবদলের নেতা সুমন পারভেজ খান, হাফিজ উদ্দিন হাবলু, মাসুদ রানা আপেল, ইমরুল হাসান ফটিক, রুবেল হাসান, মিজানুর রহমান রানা, আহসান, আব্দুল কুদ্দুস, মান্নান, আনোয়ার হোসেন দিপু, রবিউল, রমজান, আলম, লিউ, সাফা, এরশাদ আলী, মোঃ তুহিন, জেলা তরুনদলের আহবায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদল নেতা আরিফ আহাম্মেদ শিপ্লব, জেলা ছাত্রদল নেতা পারভেজ মহলদার, ইমরান মহলদার রিন্টু, ছাত্রদল নেতা বুদ্দিন, নাঈম আহমেদ, আকাশ, মোহাম্মদ আলী, রবিউল ইসলাম রবিন, লিমন হোসেন, শান্ত আলী, মুন্না আজিজ, মিশন রহমান, ইমন শেখ, নাফিজ হাসান প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়স্থ দলীয় কার্যালয়ের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ বলেজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রতন একপ্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রতনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুল হক মালিক মজু, আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, রবিউল হক মল্লিক, মকলেচ্ছুজ্জামান মকলেছ, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, আক্তারুজ্জামান আক্তার, আজাদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাগরিবুর রহমান মাগরিব, খাজা করিম, সদর থানা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম লিটন, ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদৎ মাস্টার, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা টোটন মিয়া, শুকুর আলী, হাসমত, জয়নাল, সাগর, ঠান্ডু মিয়া প্রমূখ।
অন্যদিকে, চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে বলে জেলা ছাত্রদলের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার সভাপতিত্বে জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাজাহান খানের পরিচালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আরিফুল ইসলঅম, স¤্রাট ছোটন, মাহাবুব হোসেন, শুভ, শান্ত, নাহিদ, রাকিব, শুকুর, বকুল, ইকরা, মিজান, লতীফ, জজ, এনামুল, কালু, জনি, জীবন ও রিয়াদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যেপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তার তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় শহরের কেপি বসু সড়কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচী পালন করে। কর্মসূচী উপলক্ষ্যে সংগঠনটির নেতাকর্মীরা কেপি বসু সড়কে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে সমবেত হয়ে ১১টার দিকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়কের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশি বাঁধায় তারা সামনের দিকে অগ্রসর না হয়ে দলীয় কার্যালয়ের সামনেই মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক আহসান হাবিব রনক, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।