কুতুবপুব ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান
- আপলোড টাইম : ১২:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
- / ৪২৩ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর কুতুবপুব ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল ও ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, ৮নং ওর্য়াডের খাজা মঈনুদ্দীন, সংরক্ষিত নারী আসনের সদস্য ৪নং ওয়ার্ডের শাহানা ইসলাম সান্তনা, ৫নং ওর্য়াডের গুলশানারা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সুবিদপুর বাবুরপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা শাহ আলম, আমিরুল ইসলাম প্রমূখ। এর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।